পাঠাবে কি প্রভূ?
লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ০৪ মার্চ, ২০১৩, ০৩:২৩:৫৩ দুপুর
একজন উমার, দাওনা প্রভূ একজন আবু বাকার!
দাওনা আবার উসমান গনী, একজন আলী হায়দার!
দাওনা আবার সেতারাসম সাহাবায়ে দ্বীন!
সাজাতে ধরা, বাজাতে আবার তোমার দ্বীনের বীণ।
পৃথিবী আবার ছেঁয়েছে দেখ জাহিলিয়্যাতের কালোয়,
তেমন ঈমান ছাড়া কি কেউ আনতে পারবে আলোয়!
লাগবে আবার খাওলা-সাফিয়া-আয়েশা আম্মাজান,
আমরা সবাই যেই নারীদের রূহানী সন্তান।
তবেই আবার আসবে সুদিন জাগবে যে এই জাতি,
বিশ্বমাঝে আসবে আবার শান্তি, আলোর বাতি।
দূর হবে যত মিথ্যা-বাতিল-নীলরেখা তাগুতের,
জান্নাত হতে তেমন আত্মা পাঠাবে কি প্রভূ ফের?
(বিঃদ্রঃ কবিতাটি কেউ কোথাও শেয়ার করতে চাইলে কবিতার শিরোনাম, লেখিকার নাম বা কবিতায় কোনরূপ পরিবর্তন-পরিবর্ধন না করে শেয়ার করতে পারেন।)
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন