চলুন একটু হাসি........
লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ১২ এপ্রিল, ২০১৪, ১১:১০:৫৩ রাত
পরীক্ষা-টরীক্ষা, অমুক-তমুক নানা ঝামেলার কারণে ভার্চুয়াল জগতে তেমন একটা আসতেই পারিনা!
আজকে একটু সময় পেয়ে পাড়া বেড়াতে এসে দেখি কী কান্ড!
কেউ সবাইকে চুপ থাকতে বলছেন, কেউ মন খারাপ করে আছেন, কেউ বা গায়ে পড়ে ঝগড়া কর্তে চাইছেন! আর কেউ কেউ চেষ্টা করেও চুপ থাকতে বা ঝগড়া কর্তে পার্ছেননাহ! আহারে.......
তাই ভাবলাম সবাই মিলে একটু হেসে নিলে কেমন হয়? গুমোট পরিবেশটা কেটে আবার ঝলমল করে উঠবে ব্লগের আঙ্গিনা!
চলুন, কিছু আরবী কৌতুকের বঙ্গানুবাদ পড়ি!
১. এক লোক দিরহাম ভর্তি একটি থলে চুরি করে চলতে চলতে কোন এক মাসজিদের নিকট পৌঁছল। অতঃপর (অন্যদের ফাঁকি দিতে) মাসজিদে প্রবেশ করে সালাতে শরিক হলো!!!! ইমাম সাহেব সালাতে তিলাওয়াত করলেন, ওমা তিলকা বিইয়ামিইনিকা ইয়া মুসা (হে মুসা, তোমার ডানহাতে ওটা কী??) বেদুঈন চোরের নামও ছিল মুসা। সে বলে উঠলো, নিশ্চয়ই আপনি যাদুকর! অতঃপর সে থলে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে গেল।
২. জনৈক ব্যক্তি বর্ণনা করেন যে, আমি একজন শিক্ষককে দেখলাম যে, তাঁর নিকট দুটি বালক পরস্পরে ধরাধরি অবস্থায় আসল। তাদের একজন বলল, এ আমার কান কামড়িয়েছে। অপরজন বলল, ওয়াল্লাহি! স্যার, সে নিজেই নিজের কান কামড়িয়েছে! শিক্ষক বললেন, ওহে নির্বোধ! সে কি উট, যে নিজেই নিজের কান কামড়িয়েছে!
৩. জনৈক মহিলা বিচারকের দরবারে এসে বলল, আমার স্বামী মৃত্যুবরণ করেছেন এবং স্বীয় পিতা-মাতা, এক সন্তান, এক স্ত্রী রেখে গিয়েছেন। তাঁর কিছু সম্পদ আছে। বিচারক তাকে বললেন, মাতা-পিতার জন্য সন্তানহারা হওয়া, সন্তানের জন্য ইয়াতিম হওয়া, স্ত্রীর জন্য স্থলাভিষিক্ত হওয়া ও তার পরিবারের জন্য কমে যাওয়া, লাঞ্ছিত হওয়া রয়েছে। সম্পদ আমাদের নিকট বহন করে আনা হোক, যাতে কোন কলহ বিবাদ না থাকে।
৪. এক ব্যক্তি অপর এক ব্যক্তির নিকট মেহমান হয়ে দীর্ঘদিন অবস্থান করার কারণে মেযবান তা অপছন্দ করল। সে তার স্ত্রীকে বলল, আমরা তার অবস্থানকার সম্পর্কে কিভাবে জানতে পারি? স্ত্রী তাকে বলল, আমাদের মাঝে ঝগড়ার সূত্রপাত করুন। যাতে আমরা তার নিকট বিচার চাইতে পারি। স্বামী তাই করল। অতঃপর স্ত্রী মেহমানকে বলল, যিনি আগামী ভোরে আপনার রওয়ানায় বরকত দিবেন, তাঁর শপথ! বলুন তো আমাদের মধ্যে কে বড় জালিম (অত্যাচারী)? মেহমান উত্তরে বলল, ঐ সত্তার শপথ! যিনি আপনাদের মাঝে একমাস অবস্থানে আমাকে ধন্য করবেন “আমি জানিনা”।
৫. কোন এক বোকা লোক আটা কিনে কুলির কাছে দিল। সে ভীড়ে প্রবেশ করার পর কুলি আটা নিয়ে পালিয়ে গেল। বেশ কিছুদিন পর বোকা লোকটি কুলিকে দেখে আত্মগোপন করল এবং বলল, আমি আশঙ্কা করছি যে, সে আমার নিকট পারিশ্রমিক চাইবে।
৬. এক ব্যক্তিকে বলা হলো, মশা বৃদ্ধি পেয়েছে। লোকটি প্রতি উত্তরে বলল, আল্লাহর শপথ মশা মরে গেলে তাকে দাফন করতে হবেনা।
৭. এক ব্যক্তিকে বলা হলো, আটার দাম বৃদ্ধি পেয়েছে। সে উত্তরে বলল, এতে আমি কোন পরোয়া করিনা। কেননা আমি রুটি কিনে থাকি। অন্য একদিন একটি বারক তার নিকট পাখির ছানা নিয়ে আসল এবং বলল, দেখুন এটি তার মায়ের সাথে কিরূপ সাদৃশ্য রাখে! এ শুনে লোকটি বলল, এটির মা পুরুষ না মহিলা?
৮. এক লোক এমন এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিল, যাকে বিচ্ছু দংশন করেছে। সে জিজ্ঞেস করলো, এ দংশনের কোন ঔষধ আপনার জানা আছে কি? লোকটি উত্তর দিল, হ্যাঁ, ভোর পর্যন্ত চিত্কার করা!
৯. এক অনাহুত ব্যক্তি আহাররত কিছু মানুষের মাঝে প্রবেশ করে বলল, আপনারা কী খাচ্ছেন? তার প্রতি ঘৃণাবশত তারা উত্তর দিল, বিষ! অতঃপর সে প্লেটের মধ্যে হাত ঢুকিয়ে দিল এবং বলল, আপনাদের মৃত্যুর পর আমার বেঁচে থাকা হারাম!
(অনুবাদের কৃতিত্ব আমার নয়। একটা আরবী রচনা লেখার প্রয়োজনে পুরোনো কিছু কিতাব ঘাটতে গিয়ে অনেক আগের এই আরবী রচনার কিতাবটা পেয়ে গেলাম, যেটার শেষে কিছু আরবী কৌতুকের অনুবাদ ছিল।
আপনারা হাসতে থাকুন আর আশা করি মন্তব্যের জবাব দিতে দেরি হলে মাইন্ড কর্বেননাহ!
একটা পোস্ট লেখতে আব্বুর ডাকে পাঁচবার উঠতে হলো!
এই নিয়ে পনেরো মিনিটে পাঁচবার ডাকলেন! মেয়েরা নাকি বাবার রাজকন্যা হয়! আব্বুজ্বী আবারো উনার স্বনামধন্য (সুনামধন্য নাহ কিন্তু!) কন্যাকে ডাকছেন, যাই দেখে আসি কেন আবার কন্যার মুখদর্শন কর্তে ইচ্ছে হলো।
থাক, আপনারা হাসতে থাকুন, আমি এবার যাই নয়তো এ বিষয় নিয়ে বকবক কর্তে কর্তে এই পোস্টের মোড় আবার "প্রিয় বাবা" পোস্টের বিষয়বস্তুর দিকে ঘুরে যাবে)
বিষয়: বিবিধ
১৯০১ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঝগড়া কেউ করে না আমার সাথে কি যে করি
অনেক মজা পেলাম আপনার পোস্ট পড়ে
মজা পেয়েছেন জেনে ভালো লাগলো।
========================
আমি অনুমান করছি, আপনি একজন ছেলে।
আমার দেয়া ৯টা কৌতুকের চেয়ে আপনার এই কৌতুকটিই নাকি অনেককে বেশি হাসিয়েছে।
সূরা হুজুরাতের ১২ নং আয়াতের প্রথমাংশ পড়ে দেখার আহবান রইলো। অনুমান বা সন্দেহের ব্যাপারে আল্লাহ কী বলেছেন বুঝতে পারবেন। আপনার অনুমান কোন পর্যায়ে পরে সেটাও বুঝতে পারবেন। ধন্যবাদ।
এই দেশে কিন্তু যারা মানুষকে হাসায় মানুষ তাদের কাঁদায়।
এত ব্যস্ততার মধ্যেও সময় করে এসেছেন, সেজন্য অনেক শুকরিয়া! আবার আসবেন কিন্তু...
আপনার মন্তব্যের "আবার আসবেন" লেখাটা পড়ে মনে পড়ে গেল, আগে ঈদের সময় মার্কেট থেকে কিছু কিনলে শপিংব্যাগে লেখা থাকতো, "ধন্যবাদ আবার আসিবেন"
এ কৌতুকটি সবচেয়ে বেশী হাসিয়েছে আমাকে। ধন্যবাদ আপনাকে। মাঝে মধ্যে এমন কিছূ নিয়ে আসবেন।
হা হা হা হা হা....
যারা হাসবে না তাদের জন্য
উপরে তাকান, ভয়েই হেসে দেবেন!
ঠান্ডা লাগলে কেউ ঔষধ খেতে বললে, আমি এখনো সৈয়দ মুজতবা আলীর "বেঁচে থাকো সর্দি কাশি" গল্পটার একটা লাইন শুনিয়ে দেই!
কৌতুকগুলো আমার কাছেও ব্যতিক্রম লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।
মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
মন্তব্য করতে লগইন করুন