সম্পাদক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। ইসলামবিদ্বেষী ও অশ্লীল কদর্যভাষী ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।
লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ২৬ জানুয়ারি, ২০১৪, ০৬:২৯:৫৬ সন্ধ্যা
ব্লগজগতে বিচরণ করছি প্রায় বছরদুয়েক ধরে। ব্লগার হিসেবে যাত্রা করার আগে প্রায় এক বছরকাল সময় বিভিন্ন ব্লগে ভিজিটর হিসেবে পর্যবেক্ষণ করেছি। অবশেষে প্রায় বছরখানেক আগে বিডি টুডেতে ব্লগার হিসেবে লেখালেখি শুরু করি। দীর্ঘ এক বছরে দেখেছি, বিডি টুডের মত রুচিশীল ব্লগ আপাতত আর একটিও নেই। এর কারণটা কি? কারণটা হলো একটা ব্লগের মূল চালিকা শক্তি হলো ব্লগার এবং ভিজিটরগণ।
কোন ব্লগের ভিজিটর তখনই বৃদ্ধি পায়, যখন সেই ব্লগে মানসম্পন্ন ও রুচিশীল লেখা পাবলিশ হয়। বিডি টুডের ৯০% ব্লগারই রুচিশীল এবং নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এ ব্লগে আলিম, ডাক্তার, ইন্জিনিয়ার, স্যোশাল ওয়ার্কার, শিক্ষকসহ মাদ্রাসা ও কলেজ ভার্সিটি পড়ুয়া অনেক সম্মানিত মেধাবী ব্লগারগণ আছেন, যাদের মানসম্পন্ন, সৃজনশীল, ও রুচিশীল লেখালেখির কারণে টুডে ব্লগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।
কিন্তু গুটিকয়েক ইসলাম বিদ্বেষী, ব্যক্তিত্বহীন, কুরুচিপূর্ণ ব্লগার (পড়ুন, ব্লগার নামের কলঙ্ক) একের পর এক নিক খুলে, পবিত্র কুরআন হাদীসের অপব্যাখ্যা করে অত্যন্ত ঘৃণ্য ও অশ্লীল ভাষায় আল্লাহ সুবহানাহু তায়ালার শানে এবং মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর নিঃষ্কলুষ পবিত্র চরিত্রে কালিমা লেপন করার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
টুডে ব্লগ বাঁধাহীন লেখায় বিশ্বাসী। কিন্তু সেই বাঁধাহীনতার মানে তো এমনটা নয় যে, ক্রমাগত ইসলামী ধর্মীয় গ্রন্থগুলির বিধানকে বিকৃতভাবে উপস্থাপন করে কোন ইসলাম বিদ্বেষী অশ্লীল কুরুচিপূর্ণ বাক্য ও অত্যন্ত গর্হিত ও বেয়াদবীমূলক ভাষা ব্যবহার করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে থাকবে। খেয়াল করলে দেখা যাবে, এদের বিদ্বেষ সব ধর্মের প্রতি নয়! এদের যাবতীয় বিদ্বেষ শুধু ইসলামের প্রতিই!
এ ধরণের পোস্ট টুডে ব্লগের নীতিমালার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হওয়ার পরেও ব্লগার শেষ বিকেলের, যমুনার চরে, ফুয়াদ পাশাসহ অন্যান্য ইসলাম বিদ্বেষী ব্লগাররা কি করে বারবার এ ধরণের পোস্ট লিখে ব্লগের পাতায় স্থান পেতে পারে?
আশা করছি, অতিসত্ত্বর ব্লগের নীতিমালা অনুযায়ী এসব ইসলাম বিদ্বেষী ও কুরুচিপূর্ণ নোংরা ভাষী ব্লগারদেরকে ব্যান করে ব্লগের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সম্মানিত মডারেটরগণ যথাযথ ব্যবস্থা নেবেন। অন্যথায় মানসম্পন্ন সৃজনশীল ও রুচিশীল ব্লগারগণ ব্লগে আসার আগ্রহ হারিয়ে ফেলবেন। বিডিটুডের প্রতি সবার আন্তরিক টান ও ভালোবাসা আছে বলেই শত ব্যস্ততার মাঝেও ব্লগের আঙ্গিনায় ছুটে আসেন। আমরা চাইনা এই প্রিয় ফুল পাখিদের নীড়টি বিষাক্ত কীট-পতঙ্গ আর আবর্জনায় ভরে যাক।
আর প্রিয় ব্লগার ভাইয়া আর আপুদের প্রতি আহব্বান, এদেরকে এভোয়েড করুন। আপনারা এদের কোন লেখা পড়বেননা, কোন মন্তব্য করবেননা, কোন মন্তব্যের উত্তরও দেবেননা। এদেরকে ব্লক করে রাখুন, নিজের মূল্যবান পোস্টে এদেরকে মন্তব্য করার সুযোগও দেবেননা।
এদেরকে ইসলামের যুক্তিপূর্ণ কথা বলা আর উলূবনে মুক্ত ছড়ানো একই কথা। যারা না বুঝে ইসলামের বিরোধীতা করে তাদের সাথে যুক্তিপূর্ণ আলোচনা করা যায়, কিন্তু যারা অন্তরে গোমরাহী ধারণ করে সুপরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে একান্ত শয়তানের কর্মসূচী বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রেখেছে, তাদেরকে এড়িয়ে চলা উচিত।
বিষয়: বিবিধ
১৯০০ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগের জনপ্রিয়তা বাড়ানোর প্রেক্ষিতে যদি নাস্তিক দের সযোগ করে দেওয়া হয় তাহলে সেটা হবে ইসলাম বিরোধী একটি কাজ।
অন্যথায় মানসম্পন্ন সৃজনশীল ও রুচিশীল ব্লগারগণ ব্লগে আসার আগ্রহ হারিয়ে ফেলবেন। "
পোস্টের জন্য অনেক ধন্যবাদ
এরা আসলে বিকৃত মস্তিস্কের অধিকারী।
পিলাচ
তবে এরিয়ে চলাই শেষ নয়. এদের যথাযথ শাস্তির ব্যাবস্থা করতে হবে সরকারকে।
এদেরকে ইসলামের যুক্তিপূর্ণ কথা বলা আর উলূবনে মুক্ত ছড়ানো একই কথা। যারা না বুঝে ইসলামের বিরোধীতা করে তাদের সাথে যুক্তিপূর্ণ আলোচনা করা যায়, কিন্তু যারা অন্তরে গোমরাহী ধারণ করে সুপরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করে একান্ত শয়তানের কর্মসূচী বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রেখেছে, তাদেরকে এড়িয়ে চলা উচিত।
যে বিষয়টি নিয়ে আমার কিংবা আমাদের প্রতিবাদ করা আরো আগে দরকার ছিল
সেটা আপনার মাধ্যমে শুরু হল
মা শা আল্লাহ
আপনার ঈমানী চেতনা আমার জন্য রাহবার হল
সত্যিই তো ইসলামবিদ্বেষী এই কুলাংগারদের এহেন অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে এখনই প্রতিবাদ করা দরকার
মহান আল্লাহ আপনার ঈমানী সাহসিকতা আরো বৃদ্ধি করুন
আমিও এই থিওরি ফলো করি।
মন্তব্য করতে লগইন করুন