মোবাইল বিড়ম্বনা!

লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ১৯ নভেম্বর, ২০১৩, ১০:৫৪:৪৩ রাত

-জানতে কি চান আপনার প্রিয় তারকাদের লাইফ স্টাইল?

-ন্যান্সির অমুক গানটি আপনার কলার টিউন হিসেবে সেট করতে এক্ষুনি ডায়াল করুন তমুক নাম্বারে।

-কনার অমুক গানটি শুনতে ডায়াল করুন তমুক নাম্বারে।

-এসএমএস করুন এত নাম্মারে আর ডিনার উপভোগ করুন অনন্ত জলিলের সাথে।

-ক্যাটরিনার সম্পর্কে আপডেট জানতে অমুক লিখে এসএমএস করুন তমুক নাম্বারে।

-শাহরুখের সাথে ডিনার করতে চান? ডায়াল করুন অমুক আর তমুক প্রশ্নের উত্তর দিয়ে আপনি হন সেই ভাগ্যবানদের একজন।

-আপনার পছন্দের সব গান শুনতে ডায়াল করুন তমুক নাম্বারে।

মোবাইল সিম কোম্পানীদের এহেন জ্বালাতনে গ্রাহকরা একরকম অতিষ্ঠ। প্রায়ই মোবাইলটা হাতে নিলেই দেখি মেসেজ! প্রতিদিনে গড়ে ৫/৬ টি করে! শুধু কি তাই! হয়তো রান্নাঘরে খুব ব্যস্ত, অথবা পড়ার টেবিলে, মোবাইলটা একটু দূরে রেখেছি, বাজতেই আছে বাজতেই আছে! পরিমরি করে উঠে গিয়ে দেখি চার ডিজিটের নাম্বার থেকে ফোন (সিম কোম্পানীর আরকি)! রিসিভ করতেই কোকিলাকন্ঠে ...ভিতর বলে দূরে থাকো... কিংবা তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়...

আহ কি দুঃখ! Yawn মেজাজ সামলানোই দায়!Frustrated

সেদিন দেখি আমাকে মেসেজ দিয়েছে, এনামুল আর এমিলির সাথে ফুটবল খেলতে চান? এসএমএস করুন অমুক নাম্বারে আর তমুক প্রশ্লের উত্তর দিয়ে জিতে নিন এই সুযোগ! Surprised

কইযে যাব! Worried

সিম কোম্পানীর এক অপারেটর একদিন জিজ্ঞেস করলো, ম্যাডাম, বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? বিরক্তিকর কলারকে ব্লক করে দেয়ার সিস্টেম চালু করেছি আমরা, এ ব্যাপারে কিছু জানতে চান? বললাম, জ্বী একটু বলুন আপনাদেরকে ব্লক করবো ক্যামনে? এইযে মেসেজে যেসব সেলিব্রেটির কথা বলেন, প্রিয় তারকার কথা বলেন, এরাতো কেউ আমার কাছে সেলিব্রেটি নয়! কোন মুসলিমের কাছে এরা কখনোই পছন্দনীয় ও অনুসরণীয় ব্যক্তি হতে পারেনা! আমি এদেরকে মোটেও পছন্দ করিনা। এদের সম্পর্কে কোন তথ্য জানার কোনই প্রয়োজন নেই আমার, টাকা দিয়ে জানাতো দূরের কথা, মাগনাও জানতে চাইনা। আবগুদ্বুহুম লিল্লাহ (আমি তাদেরকে আল্লাহর জন্যই ঘৃণা করি)!

আমাদের কাছে সেলিব্রেটি হলেন মুসলিম উম্মাহর সেই সব ব্যক্তিবর্গ, যুগে যুগে যারা আল্লাহর পথে নিজেদেরকে উৎসর্গিত করেছেন। যারা ছিলেন দ্বীনের নকীব। ইলম অন্বেষণে, দ্বীন প্রচারে, আল্লাহর দ্বীনকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায়, অন্যায়ের মোকাবেলায়, সব বাঁধা সামনে ঠেলে যারা সম্মুখপানে চলেছেন।

মুমিনের ভালোবাসার লক্ষ্যই হলো আল্লাহর সন্তুষ্টি। সে আল্লাহর সৈনিককে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তাগুতের সৈনিকের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করবে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য।

বিষয়: বিবিধ

১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File