তাঁকে ভালোবাসি।
লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ০১ নভেম্বর, ২০১৩, ০৮:৫১:৩৬ রাত
ভালোবাসা মানুষের আত্মার আকুতি। ভালোবাসা ছাড়া মানুষের জীবন ঊষর মরুভূমি। তাই মানুষ কাউকে না কাউকে ভালোবাসতে চায় এবং তার ভালোবাসা পেতে চায়। ভালোবাসাই জীবনে আনে পূর্ণতা এবং জীবনকে দান করে সজীবতা। ভালোবাসার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবনের সার্থকতা। ভালোবাসার এ স্বভাব-আকুতি থেকেই রচিত হয়েছে এত ফুলের মালা, এত গান, এত কবিতা।
হে বন্ধু! তুমি কি খুঁজে পেয়েছো তোমার ভালোবাসার ঠিকানা? যাকে ভালোবাসো, তুমি কি পেয়েছো তার ভালোবাসা? সেই ভালোবাসা তোমার জীবনে কি এনেছে পূর্ণতা? দিয়েছে তোমার জীবনকে সবুজ সজীবতা? কাকে ভালোবাসো তুমি? নদী ও নারীকে? কবিতা ও ফুলকে? রূপের প্রতীমা ও সৌন্দর্যের দেবীকে?
শুনবে, আমি ভালোবাসি কাকে? আমি ভালোবাসি তাঁকে, বাগানে বাগানে আমার জন্য যিনি ফুল ফুটিয়েছেন, ফুলের পাপড়িকে সুবাস দিয়েছেন। কোকিল-বুলবুলির কণ্ঠে যিনি গান দিয়েছেন; আমার জন্য যিনি সবুজের গালিচা বিছিয়েছেন।
আমি ভালোবাসি তাঁকে, আমার জন্য যিনি বৃষ্টির রিমিঝিম ও ঝর্ণার কুলকুল সঙ্গীত সৃষ্টি করেছেন। নদীতে ঢেউ, সাগরে জোয়ার সৃষ্টি করেছেন। জলপ্রপাতের অপার্থিব সৌন্দর্যে যিনি আমাকে মুগ্ধ করেছেন।
আমি ভালোবাসি তাঁকে, আমার জন্য যিনি আকাশে তারাদের মেলা সাজিয়েছেন। সাদা-কালো মেঘের আল্পনা তৈরী করেছেন। চাঁদের স্নিগ্ধ জোসনায় আমাকে যিনি স্নাত করেছেন। রঙধনুর বর্ণচ্ছটায় আমাকে যিনি মুগ্ধ করেছেন।
আমি ভালোবাসি তাঁকে, যিনি জীবনের সব অন্ধকার দূর করেছেন এবং জীবনকে আলোকিত করেছেন। যিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন এবং সত্যের পথে চলার সাহস দান করেছেন।
আমি তাঁকে ভালোবাসি, কারণ ভালোবাসার সকল ত্রুটি ও অসম্পূর্ণতা ক্ষমা করে আমার ভালোবাসা তিনি গ্রহণ করেন এবং ভালোবাসার প্রতিদানে ধন্য করেন।
আমি তাঁকে ভালোবাসি, কারণ সুখে দুঃখে, আনন্দে বেদনায় তাঁকে আমি কাছে পাই। দিনের আলোতে, রাতের অন্ধকারে, বিপদে, দুর্যোগে যখনই ডাকি, আমি তাঁর সাড়া পাই।
হে বন্ধু! তুমিও ভালোবাসো তাঁকে। তোমার ভালোবাসা তিনি গ্রহণ করবেন এবং ভালোবাসার প্রতিদানে তোমাকে সিক্ত করবেন। সবার ত্রুটি তিনি ক্ষমা করেন এবং সবার ভালোবাসা গ্রহণ করেন।
তাঁকে ভালোবেসে তোমারও জীবনে আসবে সজীবতা ও পূর্ণতা। ফুলের সুবাসে, পাখীর গানে, ঝর্ণার সঙ্গীতে, মেঘের আল্পনায় এবং রঙধনুর বর্ণচ্ছটায় তুমি পাবে তাঁর সান্নিধ্য।
- মাওলানা আবু তাহের মিছবাহ্
বিষয়: বিবিধ
১৬৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন