ব্লগবাড়িতে এলেন যারা।।
লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ২২ জুন, ২০১৩, ০২:০৭:৩৪ রাত
আমি যখন টুডেতে এলাম,
লিখার নিয়্যাত করি,
ঘুরতে এলেন অনেক ব্লগার
অধমের ব্লগবাড়ি।
'
এলেন ফাতিমা, আরোহী, রাইহান,
আফরোজা হাসান,
ইসহাক ভাই বললেন এসে
মাই নেম ইজ খান!
'
গন্ধসূধা, রোদের আলো,
জোছনার আলো নিয়ে,
ঘুরে গেলেন সাদিয়া মুকিম
শুভকামনা দিয়ে।
'
উম্মু রাইশা, শুকনো পাতা,
ইক্লিপ্স এলেন আরো,
আরো এল ছোট্ট নুহেরি,
বয়স তাহার বারো।
'
এলেন নিমু, আকবার, তাজরি,
এলেন চোখাবাজ ও,
পেঁয়াজু খাওয়াতে এলেন সাথে মোল্লা দো পেঁয়াজো!
'
ভিশু এলেন, তানিন এলেন,
এলেন ধ্রুব নীল,
হাসাতে এল দুষ্টু পোলা,
এলেন আবাবিল।
'
রাবেয়া রোশনী, আবু জারীর,
হাবিবুর রহমান,
শুভ্র কবুতর নিয়ে এলেন দ্য স্লেভ, লোকমান।
'
আবু সামীহা, ইবনে হাশেম,
আবু সাইফ চাচা,
দেখে গেলেন আমার ব্লগীয় উঠোনের
নড়বড়ে বাঁশের মাচা!
'
হঠাত্ একদিন ঘুরতে এলেন
প্যারিস থেকে আমি,
কুয়েত থেকে এলেন মহুয়া,
মুহছিনা খান মামী!
'
এলেন তরিকুল, নুরুল্লাহ ভাই,
এলেন শেখের পোলা,
নীলীমা, শফিক, শহর ইয়ার,
কাউকে কি যায় ভোলা!
'
এলেন আহমদ, বান্দা, শিলা,
নিয়ে ঝিঙে ফুল,
নীলসালু নাকি উড়ায় বালু
বলল কুশপুতুল!
'
সবার জন্য শুভকামনা রইল
সাথে অনেক ভালোবাসা,
আশা করি ভবিষ্যতেও আসবেন,
বন্ধ হবেনা আসা।।
(আজ পর্য্ন্ত যারা যারা এই অধমের ব্লগে ঘুরতে এসে মন্তব্য করে উপস্থিতি জানান দিয়ে গেছেন, তাঁদেরকে নিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টা।
কেউ বাদ পড়ে থাকলে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন। )
বিষয়: বিবিধ
৩০১০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাব্যের নান্দনিকতায় অনেক ব্লগার কে এক আয়োজনে নিয়ে আসায় অনেক ধন্যবাদ আপনাকে!!
নতুন বলে কি আমাদের কোন সম্মান নাই
মন খারাপ কোরে চোলে গেলাম
তবে এই নেন আমার পক্ষথেকে সাথে ফ্রি
মন্তব্য করতে লগইন করুন