সে আমার পরমাত্মীয়।

লিখেছেন লিখেছেন ইশরাত জাহান রুবাইয়া ১৮ জুন, ২০১৩, ১১:০৪:০৯ রাত

বিক্ষুব্ধ এই পৃথিবীতে যখন জন্ম নিলাম, চোখ মেলে দেখি, আমি একা! শত অপরিচিত মানুষের ভীড়ে!

অসহায়ের মত চিত্‍কার করে কেঁদে উঠেছিলাম.... রহমাতের দুই ফেরেশতা তখন আমায় তুলে নিয়েছিলেন তাঁদের স্নেহের কোলে...

তাঁরা আমার ওয়ালিদাঈন।

তাঁদের সূত্র ধরেই বাঁধা পড়লাম শত রেহেমের বন্ধনে...

কত আত্মীয় আমার!

আমার সুখ-দুঃখে যারা সমভাগী, আমার সাফল্যে যারা আনন্দিত, আমার ব্যর্থতায় যারা বুলিয়ে দেয় সান্ত্বনার স্নিগ্ধ পরশ!

এরাই তো আপনজন!

হাসি আনন্দে আবিষ্ট করে রাখে যারা আমার জীবন!

কিন্তু.... থেমে যায় যখন সব হাসি গান...কর্মব্যস্ত দিনের কোলাহল...ধরার বুকে নেমে আসে নিস্তব্ধ রাত...

তখন মনের ভেতরটা হাহাকার করে উঠে! শত আত্মীয়ের ভীড়ে তবুও আমি যেন একা!

আমার আত্মা খুঁজে ফেরে তার পরমাত্মীয়কে..

কে আমার পরমাত্মীয়! কে সবচেয়ে বেশি কাছের! অনিঃশেষ অন্ধকারে কে আমার আলো!

আমার দেহের প্রতিটি পশম যার অস্তিত্বের সাক্ষ্য দেয়....

একা পথে সঙ্গী হয়ে যে আমার পাশে চলে...

আমার অশান্ত হৃদয়ে যে বর্ষণ করে শান্তির বারিধারা...

সে আমার স্রষ্টা, তাঁর তরে লিখা আমার শত-কবিতা-গান...

থেমে যাক এই পৃথিবীর সব কোলাহল, বাতাসের কানাকানি আর যত কিছু...

আমি মাথা ঠেঁকাই তাঁর কুদরতি পায়ে...

সে যে আমার অভিভাবক...

সে যে আমার পরমাত্মীয়...।।

বিষয়: বিবিধ

২১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File