দেখুন শাহবাগী জানাজার তেলেচমাতি............. চাক্রিও চলুক জানাজাও চলুক

লিখেছেন লিখেছেন জুমানা ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩২:১৭ দুপুর

জনৈক শাহভাগী নেতাঃ হুজুর চলেন জানাজা নামাজ পড়াইতে হইব।

~~ কার জানাজা নামাজ বাবা?

জামাত ইসলামের মুনাফিকরা আমাদের এক ভাইকে গতকাল রাতে শহিদ করছে।

হের জানাজা পড়াইতে হবে হুজুর।

~~ নাস্তিকের পড়ামু আমি ইহা হইতেই পারেনা।(মনে মনে)

বাবা আমার শরিরটা অসুস্থ।তুমি বরং অন্য কারও কাছে যাও।

~~ না হুজুর আপনারেই যাইতে হইব।অনেকের কাছে গেছিলাম উনারা রাজি হয়নি।

~~ উনারা রাজি হয়নাই ক্যান বাবা?

ঐ সব মৌলভি গুলান জামাত ইসলামের দালাল।তাই রাজি হয়নি হুজুর।

~~ বাবা আমার পক্ষেও যাওয়া সম্ভব না।আমি শুনচি ঐ ছেলে নাস্তিক।

কোনো নাস্তিকের জানাজা পড়ানো আমার পক্ষে সম্ভব না।

আজকা জানাজার নামাজ না পড়াইলে মসজিদে আপনার ইমামতি আর থাকবেনা হুজুর।

এখন সিদ্ধান্ত নেন কি করবেন?

~~ এইটা আবার কেমন কথা বাবা।

একজন নাস্তিকের জন্য আমার ইমামতি হারান লাগবে?

কি আর করা হুজুর।আমাদের নেতৃর নির্দেশ।

জানাজা পড়াইতে রাজি না হইলে আপনাকে ইমামতি থেকে বাদ দিতে বলচে।

~~মহা মসিবতে ফেলেইলা বাবা।আচ্চা যাও আমি আসতেচি।তোমরা সব রেডি কর।

শাহভাগী চইলা গেলে ইমাম সাব মনে মনে কয় তোরা যেমন হারামী আমিও তেমন হারামীপণা করুম।

ওজুটাও করুম না।নাপাক জামা কাপর গাই দিয়া যামু।

আল্লাহু আকবরও কম নু।

নামাজের সময় পশ্চিম দিকে না তাকায়ে উত্তর দিকে তাকায়া থাকুম।

সুরু ফাতিহাও পড়ুম না।

ল ঠেলা জানাজা হইলেই হইল।

চাক্রিও চলুক জানাজাও চলুক

সুত্রhttp://www.facebook.com/

বিষয়: বিবিধ

২২১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File