জীবন্ত এক মৃত
লিখেছেন লিখেছেন আত্নসমর্পণ ২১ মার্চ, ২০১৩, ১১:২৯:৫৬ রাত
অনেকক্ষণ ধরে হেঁটে
এই ভাঙা ব্রিজটাতে এসে বসলাম
বটতলার সেই ব্রিজ আহমাদ
ভীষণ অবাক হচ্ছি এই ভেবে যে
আসার পথে তো জামাল স্যারের
'আগন্তক' নামের বাড়িটি ছিল
চলার পথে চোখে পড়ল না
এতোটা পথ হেঁটে আসলাম
অথচ পথে কোন মানুষ চোখে পড়ল না
আর কিছু না হোক অন্তত গোলাপি রঙের
দো'তলা বাড়ির সেই জানালাটা তো অবশ্যই
চোখে পড়ার কথা ছিল
কিন্তু চোখে পড়েনি আসতে
আজকাল এমনি হয়েছে জানিস
অথচ এমন তো ছিল না কোনকালে
দু'চোখ দিগন্তের শেষ সীমা খুঁজে ফিরত
পথের পাশের ছোট্ট ঘাসফুলও হেসে তাকাত
সুবহে সাদিক আসত প্রতিদিন
সূর্য উঠে হেলে যেত পশ্চিম আকাশে
ক্ষণে ক্ষণে নবরূপে ভিন্ন হত প্রকৃতি
এখন আর কোন ভিন্নতাই চোখে পড়ে না
তবে কি তা ঢেকে গেছে ঘন কুয়াশার দীর্ঘ চাদরে
দো'তলার সে জানালাটা কি এখন আর নেই
পথে কি কেউ আর বের হয় না
নিশ্চিহ্ন হয়ে গেছে কি 'আগন্তক'
আমি কি অন্ধ হয়ে গেছি রে
নাকি জীবন্ত এক মৃত হয়ে
হেঁটে চলেছি পৃথিবীর পথে
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন