বিমর্ষ কেন আজ

লিখেছেন লিখেছেন আত্নসমর্পণ ১৩ মার্চ, ২০১৩, ০৯:০৫:৩৯ রাত

Good Luckহে সাথী বিমর্ষ কেন আজ

আমরা চলে গেলে

এ পৃথিবী ছেড়ে

তবু এখানে রাত হবে

ঢেউয়ের গর্জনে বিক্ষুব্ধ হবে

সমুদ্রের পাড়

নীল হবে উঁচু আকাশ

রাত শেষে দিন হবে

বহুকাল

ওরাও কি থেকে যাবে

ততকাল

মরণ কি ওদের হবে না কখনো

না মৃত্যু ওদের অপেক্ষায় রবে

অনন্তকাল Good Luck Good Luck

Good Luckহে বন্ধু বিমর্ষ কেন আজ

ঘন আঁধারে প্রতিকূল পথে

চলতে সতত শরীর বিক্ষত

ক্লান্ত কি আজ খুব প্রাণ Good Luck Good Luck

Good Luckজানো একদা এমনি ক্লান্তিতে আমি

পালিয়েছিলাম।পার হয়ে গিয়েছিলাম

বিস্তীর্ণ পৃথিবীর প্রশস্ত পথ

দিনশেষে সাগরপাড়ে মিলেছিলাম

এক বৃদ্ধ নাবিকের সাথে

সাগরপাড়ের সে নাবিক আমায় বলেছিলেন

শহীদের লাল রক্তেই

শান্তির সাদা গোলাপ ফোটে

লাল রক্তে না মেখে

কোন সূর্য উঠেছে কবে Good Luck Good Luck

Good Luckহে সাথী ওঠো আজ দেখো

সুবহে সাদিক এসেছে

আঁধার কেটে যেতে

আর একটুখানি বাকি

দৃঢ়পদে দাঁড়িয়ে থাক আর কিছুক্ষণ

আল্লাহর দৃষ্টিতে আমরা রয়েছি সর্বক্ষণ

উজ্জ্বল ভোরের পথ আর মাত্র কিছুটা বাকি

পূর্ব আকাশে সূর্য উঠে চলেছে দেখো রক্তিম

দোয়া করে যাও

ইয়া রব, ইহদিনাস সিরাতল মুস্তাকীম। Good Luck Good Luck

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File