মাদ্রাসায় ওসিরা যাতায়াত করবেন আর নোংরামির জায়গায়...

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ১৩ অক্টোবর, ২০১৫, ১০:২৫:৩১ রাত

রাজধানীর মাদ্রাসাগুলোতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) যাতায়াত বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ধর্মীয় শিক্ষার পাশাপাশি কিংবা আড়ালে সেখান অন্য কোন কার্যক্রম চলে কিনা বিষয়গুলো খতিয়ে দেখতে সাদা পোশাকের পুলিশ সদস্যদের নজরদারি বাড়ানোর কথাও বলেছেন তিনি।

প্রশ্ন হলো দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যদি একবার অবৈধ অস্ত্র বিরোধী অভিযান চালানো হয় তাহলে কোথায় কি হয় তা আনায়াসে টের পাওয়া যাবে...

আর বিনোদন উদ্যানগুলোতে যা হয় তার ব্যাপারে কি আর বলার আছে...

স্বীকার করছি যেকোনো অন্যায় বা অপকর্মেরই বিচার হওয়া উচিত...তবে ইসলাম বিরোধী মানসিকতা পরিহার করাই শ্রেয়...

কিসের বৈষম্য কেন বৈষম্য?

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345563
১৩ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খারাপ না। নিইয়মিত মাদ্রাসায় গিয়ে যদি উনাদের চরিত্রের কিছু উন্নতি হয়!!!
345588
১৪ অক্টোবর ২০১৫ রাত ১২:২৩
শেখের পোলা লিখেছেন : যেখানে প্রয়োজন সেখানে যাবেনা, সেখানে ওদের বাপেরা আছে। তাই নিরীহ মাদ্রাসায় রং জমাতে যায়৷
353918
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File