কর্তৃপক্ষ : পারসনাল মেসেজিংটা চালু হোক...
লিখেছেন লিখেছেন প্রগতিশীল ১০ অক্টোবর, ২০১৫, ০৮:২৬:০৫ রাত
সেই সোনারবাংলা থেকেই সাথে আছি এবং থাকবো...এই ব্লগের সবচেয়ে ভালো দিক ছিলো; ব্লগাররা এখানে পারসোনাল মেসেজিং করে পারস্পরিক সম্পর্কটা আরো ভালো রাখতো...
তবে সেই সোনারবাংলা যাওয়ার পর টুডে, টুমোরো আর মনিটর যাই আসুকনা কেন ব্লগিং এর একটা মজা পাওয়া যাচ্ছে না...
দীর্ঘদিন ব্লগে না থাকলে যখন কোন সহ-ব্লগার পারসনাল ইনবক্সে বলেন, আপনি নিয়মিত হোন...তখন মনটা ভরে যেতো...
তাই কর্তৃপক্ষের প্রতি অনুরোধ পারসনাল মেসেজিং সিস্টেমটা আবারো চালু করুন...
সুদিন আসুক যদি ব্লগার সম্মেলনও করেন দেখবেন, কি পরিমাণ ব্লগার এই অঙ্গনে যুক্ত...এটাতো আপনারা এমনিতেই উপলব্ধি করেন...এই ব্লগটা এখন অনেক বড় মাপের একটা প্লাটফরম...
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন