প্রেম যেন এমনই হয়-৩৪

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ১৫ জানুয়ারি, ২০১৫, ১১:৫৭:৫৭ রাত



উৎসব মুখর একটা দিন কাটলো সবার। আনন্দ উৎফুল্লতা আর হই হুল্লোর। রতনের বাবা আর লিটু নানু সেই সকাল ১০ টার দিকেই ঘুম থেকে উঠে সকল কাজ তদারকি শুরু করে দিয়েছিল। বৌভাতের আয়োজক ছিল একটি নামকরা কমিউনিটি সেন্টার তাই সব কিছু ঠিকঠাকই ছিল।

লিটু মামা লিটন সাহেবকে বললেন, তুই যা বলিস আমাদের গ্রামের বিয়েই ভাল। যতই গুছানো থাক এখনকার বিয়েগুলোও যেমন...

লিটন সাহেব বললেন, হ্যা মামা তুমি ঠিক বলেছ। তোমার বিয়েতে আমি নিজেই কত যে ফুর্তি করেছি। আর আমার ছেলের বিয়েতে দেখ। এখানেতো আমাদের ফুর্তি করার কিছু নেই। তবে ছেলে-মেয়েরা কি এমন আনন্দ করলো দেখতো। সব কিছু গুছানো আর কৃত্রিম উৎসব।

লিটু মামা বললো, কি সব বিদঘুটে কাণ্ড। উৎসবের আদিম রূপটাই ভাল বর্তমান রূপটাই কৃত্রিম।

বিয়ে প্রথার প্রথাগত পরিবর্তন সময়ের আবর্তনে হয়েই আসছে এই স্বাভাবিক। এখন কোন প্রথার পরিবর্তন হতে এক যুগ লাগে না। এক যুগের ১২ ভাগের এক ভাগ সময়েও তা পরিবর্তন হয়ে যায়। মোবাইল ফোনের মত। প্রথমে অ্যান্টেনা মোবাইল, এরপর ডিজিটাল সাউন্ড সমন্বিত কালার মোবাইল, তারপর ক্যামেরা মোবাইল এরপর অ্যান্ড্রোয়েড, ট্যাব আরো কত কি? লিটু সাহেব একাধারে বলে গেলেন।

লিটু মামা বললেন, ঠিকই বলেছিস শুধু জীবন আসা-যাওয়ার পদ্ধতিটা সেই আদিমই আছে। এটার পরিবর্তন নেই। কণ্ঠ ভারী।

লিটন সাহেব বললেন, অত সামাজিকতার ধার না ধেরে বিয়ে একটা করে নাও।

তুই আমাকে এই কথা বলতে পারলি। তুইতো কেবল আমার ভাগ্নে না, বন্ধুও। শোন আমার আর সেই যৌবনের চাহিদা নেই। যে বিয়ে করতেই হবে। জবাব লিটু মামার।

লিটন সাহেব বললেন; তোমার সহায় সম্পদ কে দেখবে?

কেন পৃথিবীর সব সম্পদই পৃথিবীতেই থেকে যাবে। আর আমার ওইটুকু সম্পদে কি আসে যায়। বাবার জমি-জমা বেশি ছিল। তা না হয় দান করে যাব; কল্যাণকর কোন কাজের জন্য। বললো লিটু মামা।

বুঝেছি তোমাকে বুঝিয়ে লাভ নেই। চল কাজের শেষ মুহূর্তে সব ঠিক-ঠাক আছে কি না দেখে নিতে হবে। শেষটা ভালনা হলে সব কিছুই পণ্ড।

দুজনেই উঠে গেলেন। অনুষ্ঠানের সব কাজের খোঁজ নিতে।

কাল আবার কনে পক্ষের লোকজন আসবে বর-কনেকে নিতে এটা একটা সামাজিক প্রথা। এরপর আবার বরপক্ষও তাদের গিয়ে নিয়ে আসবে। এরপর শুরু হবে তাদের সংসার জীবন। তবে সবাই জানে রতন সঞ্চিতার কপালে গতানুগতিক ঘর সংসার নেই। এখনো তাদের পড়াশুনা শেষ হয়নি। বিয়ের পর শুরু হবে তাদের পড়া সমাপ্তের মিশন।

তাই দুই মামা-ভাগ্নে লিটু-লিটন আজকের বড় আয়োজন সমাপ্তের পরে কালকের বড় আয়োজনের বিষয়টিও মাথায় রেখেছে। তবে কালকের অনুষ্ঠান শেষ হলে লিটু মামা গ্রামে চলে যাবেন বলে জানিয়েছেন ভাগ্নে লিটনকে।

চলবে...

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300354
১৬ জানুয়ারি ২০১৫ রাত ১২:০২
প্রগতিশীল লিখেছেন : ব্লগ দেখতে পারছিলাম না...পোস্ট দিতেও পারছিলাম না তাই বড় বিব্রত ছিলাম...এখন আলহামদুলিল্লাহ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File