প্রেম যেন এমনই হয়-১৪

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ০৮ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৪:৫৪ রাত



রাত দশটা বেজে দশ মিনিট। রতন বিছানায় শুয়ে আছে। আনমনা হয়ে কিছু একটা ভাবছে সে। হঠাৎ তার খেয়াল হল সঞ্চিতার দেয়া সেই চিঠিটার কথা। সে ইচ্ছে করলে পড়তে পারত আগেই। আর সঞ্চিতার বেঁধে দেয়া সময় তার কাছে কোন বিষয় নয়। আগেভাগেই যদি ভাল কিছু পাওয়া যায়, তবে তা লুফে নিতে দোষ কোথায়। তাই সে জলদি উঠে চিঠিটা হাতে নিল। টেবিলেই পরে ছিল ওটা। এই এসএমএস আর ইমেইলের যুগে চিঠিটা হাতে নিয়ে হাসল সে। সঞ্চিতাটাও যা পারে না!

এই ভেবে সে সঞ্চিতার চিঠিটা খুলল। এক নিঃশ্বাসে চিঠিটা পড়ে ফেলল। কিছুটা বিশ্বাস আর কিছুটা অবিশ্বাস দ্বিধান্বিত সে। কি করবে কিছুই বুঝতে পারছে না। যে অবস্থায় ছিল সে অবস্থায় দৌড় দিল। নিচতলায় যেখানে তার মোটরসাইকেল রাখে সেখানে ছুটে এসে চাবি দিয়ে স্টার্ট করল। এরপর পকেটে হাত দিল হাত দিয়েই দেখল মোবাইল নেই।

এবার আবার মোবাইলের জন্য উপরে ছুটল। নিজেই নিজেকে গালি দিল মনে মনে। রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে প্রথমেই ডায়াল করল সঞ্চিতার নম্বর। বন্ধ পেল। এরপর ওর বাসার টেলিফোনে ফোন দিল। ওপার থেকে একজন বৃদ্ধার কণ্ঠ শোনা গেল। রতন বলল, ‘সঞ্চিতাকে একটু দেয়া যাবে।’ বৃদ্ধা জবাব দিল, ‘আমি ওর দাদী বলছিলাম। সঞ্চিতা তো আজ রাত দশটার ফ্লাইটে কানাডা যাচ্ছে। ওর বাবা-মা ওকে এয়ারপোর্টে নিয়ে গেছে। আর...’

মোবাইল হাত থেকে পরে গেল রতনের। ওপাশ থেকে কেবল হ্যালো হ্যালো শোনা যাচ্ছিল। সে মেঝেতে হাটু গেড়ে বসে জোরে জোরে কাঁদতে লাগল।

রতনের কান্না শুনে বাসার সবাই ছুটে এল ওর রুমে। সবাই খেতে বসেছিল। কিন্তু এর মধ্যে রতনের ছুটোছুটি আর কান্নার ঘটনায় পুরো বাসার মানুষেরা বিস্মিত করেছিল। সানজিদা ছুটে এসে রতনকে জড়িয়ে ধরে বলল, ‘কি হয়েছে বাবা ?’ রতন বলল, ‘মা ও চলে গেছে।’ সানজিদা বলল, ‘কে?’ রতনের জবাব, ‘সঞ্চিতা।’

লিটন সাহেব, রিদিতা, রুনু সবাই এসেছিল রতনের রুমে। রিদিতা বলল, ‘বাবা, রুনু চল খেতে যাই।’ লিটন সাহেব বুঝলেন সবই। তিনিও হাক দিয়ে বললেন, ‘এই চল রুনু সবাই খেতে যাই।’ সবাই বের হয়ে গেল থাকল কেবল মা আর ছেলে।

সানজিদা রতনকে বিছানায় বসিয়ে দিল। এরপর মেঝে থেকে চিঠিটা তুলে নিয়ে নিমেষেই পড়ে শেষ করল। মৃদু হেসে বলল, ‘বোকা ছেলে বউটা আমারতো অনেক বুদ্ধিমতী। সে তো যাবার জন্য যায়নি আসার জন্য গেছে।’ সঞ্চিতাকে বউ বলায় লজ্জা পেল রতন। সানজিদা তার চোখ মুছে দিয়ে তার কাঁধে হাত রেখে বলল, ‘রাখ্তো এসব চল খেতে যাই।’

বিষয়: সাহিত্য

৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File