প্রেম যেন এমনই হয়-১৩

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ০৬ ডিসেম্বর, ২০১৩, ১০:৫৯:৪১ রাত



সঞ্চিতাকে আজ অনেক সুন্দর লাগছে কেবল প্রেমিক রতনের দৃষ্টিতেই নয়। যে কোন সচেতন মানুষই বলবে নিত্য পশ্চিমা পোশাক পরে যে মেয়েটি। তাকে আজ সাদা লাল পেড়ে শাড়িতে সত্যিই কতটা সুন্দর লাগছে। অনেকটা বদলে গেছে সঞ্চিতা। পরিবর্তন এসেছে তার আচার, ব্যবহার, স্বভাব ও প্রকৃতিতে। কিন্তু চিন্তার পরিবর্তনের সাথে সাথে মানুষের পোষাকও পরিবর্তন হয় এটা এই প্রথম রতন বুঝল সঞ্চিতার পোশাকী পরিবর্তন দেখে।

‘কি দেখছ এমন করে ?’ প্রশ্ন সঞ্চিতার। ‘তোমাকে’ জবাব রতনের। সঞ্চিতার হাসতে হাসতে বলল, ‘নতুন কোন কুমতলব করছ নাকি মনে মনে!’ রতন হঠাৎ কেমন যেন লাল হয়ে গেল। কেবল তার দুচোখ বেয়ে অশ্রু বেরিয়ে এল। সঞ্চিতা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, ‘কি হল তোমার ?’

রতনের দুচোখ ব্যাগ থেকে টিস্যু বের করে মুছে দিল সঞ্চিতা। রতন কাঁদ কাঁদ গলায় সঞ্চিতাকে বলল, ‘নিজের অপরাধের কথা খেয়াল করে আমার খুব খারাপ লাগে জান। আমার ভাবতে খুব কষ্ট হয় একটা শিশুকে আমরা জীবন্ত হত্যা করলাম। মজা আর ফুর্তি করতে গিয়ে একটা মানুষকে হত্যা করলাম। যে কিনা দেখতে পেল না এই সুন্দর পৃথিবী। সে বোধহয় এতটুকু শুধু জেনেছে সে যেখানে আছে তার বাইরে একটা সুন্দর পৃথিবী আছে। সে পৃথিবীর দুজন মানব মানবী, দানব দানবীর মত তার জীবন শুরুর আগেই শেষ করে দিয়েছে।’

সঞ্চিতার চোখে কান্না আসে না, সহজে সে পারে না কানতে। কিন্তু রতনের কথাগুলো তার হৃদয়কে ছুয়ে গেল। দোলা দিয়ে গেল তার পাষাণ বক্ষে। চোখ বন্ধ করে আবার যখন চোখ খুলল সে তখন তারও চোখে পানি। সে বলল ‘রতন তোমার ভূমিকার থেকে আমার ভূমিকাটা আরও জঘন্য তাইনা!’

রতন সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলল , ‘চল কোথাও গিয়ে বসে কিছু খাই যে ভুল হওয়ার তা তো হয়েই গেছে। আর ভবিষ্যতে যেন এরকম ভুল না হয়।’ ‘কিন্তু রতন আমাদের মনে হঠাৎ এ ভাবনা এল কেন। এমনটা তো এ যুগে কেউ ভাবে না। আর এ যুগে নয় এ শতাব্দীতে এরকম ঘটনা নিয়ে আমাদের মত বয়সীরা কয়জন ভাবে বলত।’ বলল সঞ্চিতা

রতন বলল ‘আমারও ঠিক এ জায়গায় একটু খটকা আছে জান। তবে মনে হয় আমাদের এ অনুভুতি বাঙ্গালির শ্বাশ্বত অনুভুতি। কোন যুগে হয়তবা আমাদের পূর্ব পুরুষেরা এভাবে ভাবত। যা হোক চল আগে কিছু খেয়ে নেই।’ সঞ্চিতা বলল, ‘চল।’

একটা ব্যাপার রতন খেয়াল করল। সেই খেতে বসা থেকে শুরু করে খাওয়া শেষ করে উঠা পর্যন্ত সঞ্চিতা কেবল তার দিকে তাকিয়েছিল। চলে যাওয়ার আগে সে কিছু জিজ্ঞেস করার আগেই সঞ্চিতা বলল, ‘আজ সেভ করে এলে না কেন ? তোমাকে অনেক সুন্দর লাগত।’ ব্যাগ থেকে একটা সাদা চিঠির খাম বের করে রতনকে দিল সে। বলল, ‘আজ ঠিক রাত দশটায় এটা পড়বে কেমন।’

রতন নারীর রহস্য কিছুই বুঝল না কেবল দেখল গাড়িতে উঠে সঞ্চিতা দুহাত মুখে দিয়ে কাঁদছে। রতন বুঝল তার মত হয়তবা সেও কষ্টের কারণে কাঁদছে। কিন্তু সে বুঝলনা আর কবে দেখা হবে প্রিয়তমা সঞ্চিতার সাথে।

চলবে......

বিষয়: সাহিত্য

১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File