পর্ণোস্টার এর আদলে চলতে আগ্রহী তরুণীরা !

লিখেছেন লিখেছেন প্রগতিশীল ৩১ জুলাই, ২০১৩, ০১:০৭:৫৮ দুপুর



সত্যিই সেলুকাসের বিচিত্র দেশ! পবিত্র রমজান শেষে ঈদের চাঁদ দেখার আগে চলছে কেনাকাটার ধুম। প্রতিবার নতুন নতুন নক্ষত্রের আবির্ভাব ঘটে মেয়েদের পোশাকী কল্পনার উদ্ভট আকাশে। সে পোশাক শ্লীল হোক আর অশ্লীল হোক তাতে কিছুই আসে যায় না। পোশাক বোধকরি মানব সভ্যতার শুরুতে আবিস্কার হয়েছিল লজ্জা নিবারণের জন্য। নারীদের ক্ষেত্রে সেটা হল অনেক বড় একটা বিষয়। সভ্যতা, ভব্যতা, মানবতা সবই নারীকেন্দ্রিক। সভ্যতার উন্নয়ন এবং বিপর্যয় সবই নারীর কারণেই হয়।

আজ যখন বাংলাদেশে মেয়েদের পোশাকি বিবর্তন দেখছি তখন লজ্জিত হতে হচ্ছে নিজেকেই। অন্ধ অনুকরণ প্রিয়তা এখন স্বভাব হয়ে গেছে। ঈদের বাজারে সানি লিওয়নের চাহিদা আর সে চাহিদার মিডিয়ায় সরব প্রচার বিস্মিত করছে। সেই পর্ণোস্টারের পোশাক গায়ে জড়ানো শেখার সাথে সাথে তার অনুকরণে পোশাক খোলার অভ্যাসও যদি একদিন হয়ে যায় তখন কি হবে??

এসব পোশাকই কি পরিমল সৃষ্টি করছে না শতশত ছাত্রীর সম্ভ্রম হরণকারী পর্ণো ব্যবসায়ী শিক্ষক তৈরী করছে ? কবির‌ ‌প্রেরণা যুগিয়েছে নারী' কথাটা এখন একটু অন্যরকম প্রেরণার কথা মনে করিয়ে দিচ্ছে। ইভটিচারও বোধ হয় একারণেই তৈরী হচ্ছে।

নারী স্বাধীনতার প্রশ্নে বলব বন্য পশুওতো স্বাধীন তবে তারা সভ্য নয়। তাই জাতীয় আদর্শকে ধারণ করে সভ্য স্বাধীন হতে হবে। ঈদের বাজারে গিয়ে সানি লিওনকে খোঁজা কি নির্লজ্জতার কাজ নয় ? তবে যারা এসব পোশাক বানিয়ে বাজারে ছাড়ছে সেসব ফ্যাশন ডিজাইনাররা যত কম কাপড়ে অল্প খরচে বেশি লাভ করতে পারে তা নিয়েই ব্যস্ত তাদের নিয়ে কিছুই বলার নেই। এদের মধ্যে সাধুতার অভাব সততার অভাব।

এখন বর্তমান নিয়ে হতে হচ্ছে বিমর্ষ ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন আর অতীত নিয়ে করতে হয় বেদনা। সময়ের ঘুম ভাঙলে হয়তবা দেখব আমার বউ অথবা মেয়ে (অনাগত) বলছে, দেখত অমুক স্টারের পোশাকটা কেমন লাগছে আমার গায়ে!

বিষয়: বিবিধ

১৫০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File