অর্ধযুগ হুজুরেরা কি করেছিলেন ?
লিখেছেন লিখেছেন প্রগতিশীল ০৭ এপ্রিল, ২০১৩, ০৬:৩৯:৪৬ সকাল
বিনম্র হয়ে শ্রদ্ধার সাথে বলছি, হুজুর কালকে আপনারা মতিঝিলে অনেক দাবি উত্থাপন করলেন। সবগুলোই শুনলাম,বুঝলাম,মানললাম।
কিন্তু বলেন আজ আমি কিভাবে মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ জ্বালানো, শহীদ মিনারে ফুল দেয়া, ভাস্কর্য স্থাপন, মেয়ে ছেলের মেলামেশা বন্ধ করব ! এযে আমার সংস্কৃতি, হৃদয়ের টান।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আমার গড়ে উঠেছে এভাবেই। ইংরেজি শিক্ষা গ্রহণ না করে তাদের সাখে কৌশল অবলম্বন করে না চলে আপনারাইতো উপমহাদেশের মুসলমানদের পেছনে ফেলেছেন।
আপনারা কোন ব্যপরে ঐক্যমতে যেতে পারেন না। অগাধ জ্ঞানে কেবল পারস্পরিক বিরোধীতা করেন। ইংরেজরা চিন্তা করেই গিয়েছিল এ অঞ্চলের মানুষের শরীরটাই দেশি হবে কিন্তু মগজটা বিদেশী।
তাইতো আজ মায়েরা বিলাতি মেম আর সাহেব জন্ম দেন। কিন্তু চেহারাটা দেশীয়ই থাকে !
লেবুর গাছে কি আম ধরবে না আতা ! বলবেন বৃথা প্রশ্নকারী উদ্ধত যুবক। কিন্তু যে গাছ ফলতো সেটারই হবে। আমার শিক্ষাব্যবস্থা আমাকে এরকমই বানিয়েছে।
মানব সমাজ আজ উন্নয়ন করছে রকেটের গতিতে আর তাদের নৈতিক অধপতন ঘটছে উল্কার গতিতে!
আজ আমার কোন মা আবুবকর, উমর, উসমান, আলী............তারিক বিন যিয়াদ, গাজী সালাউদ্দিনকে জন্ম দিতে চায় না।
চায় কি ? চাবে কেন ? এদেরতো কোন আদর্শই তারা জানে না। মা’ই জানে না রাসুলের (সাঃ) আদর্শ জীবনী বা কুরআন তো এর বিরোধীতা সন্তানতো না বুঝে করতেই পারে।
অর্ধআযুগ পেড়িয়ে গেছে এথন আপনারা আলীয়া কওমী এক জায়গায় দাড়িয়ে কথা বলছেন ! আপনাদের কাছে একটি প্রশ্ন আপনারা এবস্থায় একটা জাতিকে রেখে ফুলসিরাত পার হতে পারবেনতো !
বিষয়: বিবিধ
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন