সাঈদীর প্রতি মানুষের ভালবাসা
লিখেছেন লিখেছেন কোমকোম ২৭ এপ্রিল, ২০১৬, ১১:২১:১২ সকাল
আজকে অফিসে আসার পথে প্রতিদিনের ন্যায় কাউলা থেকে ১৪ নাম্বার লোকাল বাসে উঠলাম । বাস কাউলা থেকে ছাড়ার পরপরই ড্রাইভার স্পিকারে ওয়াজের ক্যাসেট ছাড়লো, ওয়াজের আলোচকের কন্ঠটা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না । সাঈদী সাবের নামাজের আলোচনা । লক্ষ্য করলাম বাসের মধ্যে সবাই নিরব । বাস যথারীতি খিলক্ষেত, বিশ্বরোড, শেওরা , এমইএস থেকে অনেক যাত্রী উঠালো, যাত্রী উঠাতে ঐ সব স্হানে অনেক সময় ধরে দাড়িয়েও থাকলো কিন্তু খুবই আশ্চর্যের সাথে দেখলাম আজকে কেউই চিল্লাফাল্লা করছে না , সবাই আমার মত মনযোগদিয়ে ওয়াজ শুনছে । ভাড়া নিয়েও কেই কোনো অভিযোগ বা হাউ কাউ করছে না , যেখানে এই ভাড়া নিয়ে প্রতিদিন যাত্রী এবং কন্টাক্টরের মধ্যে উচ্চবাচ্চ ও ঝগরা নিয়ে কান ঝালাপালা হয়ে যায় । যাত্রী ভর্তি বাস পিনপতন নীরব । স্টাফরোড ফ্লাইওভার থেকে বনানীর জ্যাম শুরু হয় । প্রচন্ড গরম ও দীর্ঘ জ্যামেও আজকে কোনো যাত্রী উসকুস করছে না । বনানী পার হওয়ার সময় সাঈদী সাব খুবই কান্না জড়ীত কন্ঠে আল্লাহরাসুলের শেষ নামাজ নিয়ে কথা বলছিলেন । লক্ষ্য করলাম আমার মত অনেকের চোখেই পানি...। কাউলা থেকে ৮.১৫ টায় উঠে ৯.২৫ এ মহাখালী ফ্লাইওভারের গোড়ায় নামার সময় কেন জানি আজকে নামতে ইচ্ছে করছিল না । নামার পর হাটছি আর মনে মনে ভাবছি এখনও মানুষের মন একেবারে মরে যায়নি...।
বিষয়: বিবিধ
১২৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন