শাহবাগীদের আন্দোলন
লিখেছেন লিখেছেন ফাইয়াজ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩১:৫০ দুপুর
মহাজোট সরকার কর্তৃক গঠিত কোর্টে জামাতের অন্যতম সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রায় ঘোষনার পর কিছু অতি আবেগি বাম ঘরানার তরুণরা মিলিত হয়ে এই রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফাঁসি চাই আন্দোলন শুরু করে। প্রাথমিক পর্যায়ে তারা হালে পানি না পেলেও পরবর্তীতে সরকার ও মিডিয়ার প্রত্যক্ষ সহযোগিতায় কিছু লোক সমাগম করতে সক্ষম হয়। আগত লোকের মধ্যে ৬ মাসের শিশু থেকে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাও ছিল, ছিল শিক্ষিত-অশিক্ষিত লোকজন থেকে শুরু করে সমাজের উঁচু স্তরের রাজনীতিক ও তথাকথিত বুদ্ধিজীবি সমাজের কর্তাব্যক্তিরা। সব কিছু দেখে-শুনে আমার মত বোকা ও পশ্চাৎপদ লোকের মাথায় একটা প্রশ্ন বার বার ঘুর পাক খায়।সেটা হলো ট্রাইবুনালের আইন তৈরী করেছে সরকার, ট্রাইবুনাল গঠন করেছে সরকার, বিচারক, প্রসিকউটর, তদন্ত কর্মকর্তাসহ সব কিছু নিয়োগ দিয়েছে সরকার তার পছন্দানুযায়ী । এখন সেই ট্রাইবুনাল কর্তৃক ঘোষিত রায় এই মহাজ্ঞানী-মহাজনরা মানতে নারাজ। না, তাদের দাবি ফাঁসি চাই। আরে ভাই, তোরা যদি ফাঁসিই দিবি তাহলে আর ট্রাইবুনাল নাটকের কি দরকার ছিল? দ্বিতীয়ত রায় ঘোষনার পর সেই রায় পরিবর্তনের জন্য অযৌক্তিক চাপ প্রয়োগের আদৌ কোন সুযোগ আছে? আর এই অবৈধ চাপে যদি রায় পরিবর্তন করা হয় এবং অন্যান্য মামলার রায় ঘোষনা করা হয়, তাহলে দেশের বিচার ব্যবস্থার ভবিষ্যত কি হবে?
বিষয়: রাজনীতি
৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন