মহানবী (সা.)-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার গর্হিত কাজ: তথ্যমন্ত্রী

লিখেছেন লিখেছেন জাগো বিবেক ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫৬:৫৫ দুপুর

** তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘একান্ত ব্যক্তিগত বা গোষ্ঠীগত যেকোনো পর্যায়ে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কোনো কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। সরকার মনে করে, কমিউনিটি ব্লগ বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বা ক্ষুদ্র গোষ্ঠীগত পর্যায়ে মহানবী (সা.)-কে নিয়ে প্রকাশিত কুরুচিকর বক্তব্য গণমাধ্যমের মধ্য দিয়ে বৃহত্তর সমাজ বা জনগোষ্ঠীর মাঝে প্রকাশ বা প্রচার ও পুনঃপ্রচার করা মহানবী (সা.)-এর প্রতি আরও বেশি অবমাননা। ব্লগের ক্ষুদ্র পরিসরে প্রকাশিত এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য গণমাধ্যমে বারবার প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি, উসকানি দেওয়া শুধু সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী নয়, আইনের দৃষ্টিতেও অপরাধ।’

**নিহত রাজীবকে নিয়ে ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত লেখালেখির প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘তিনি (রাজীব) আস্তিক না নাস্তিক তা যাচাই-বাছাই না করে বারবার এ ধরনের সংবাদ প্রচার করা আইনত দণ্ডনীয়, যা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে চলমান আন্দোলনকে পাশ কাটানোর শামিল। তাই আমরা এ ধরনের প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানাব।’

**সাংবাদিকের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা গণমাধ্যমের বিকাশ চাই। সরকার গণমাধ্যমের প্রতি সংবেদনশীল। তাই এ আহ্বান জানাচ্ছি। এর পরও যদি এ ধরনের প্রচার বন্ধ না হয়, তাহলে বাধ্য হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলব।’

*** আমরা জনগণ কি বুজলাম ?জানি ন।

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File