অদ্ভুত উটের পিঠে চলছে ....
লিখেছেন লিখেছেন জাগো বিবেক ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৫:৪৪ দুপুর
তরুনের তারুন্যেকে অভিবাদন আজীবন। এই তারুন্যে হতে পারতো পরবর্তী তরুনদের শাহবাগ। তরুনদের ভুলে গেলে চলবেনা তারা কোনো দলের না, তারা যুগ যুগ ধরে শুধু অন্যায়ের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে। আজ তরুনরা তাদের তারুন্যে নিয়ে স্বাধীনতা রক্ষা করবে বলে শাহবাগে মিলিত হয়েছে। মানবতা বিরুধীদের ফাসির দাবিতে। ১৯৭১ সালে শুধু এই ১০ থেকে ১২ জনই মানবতা বিরুধী অপরাধ করেনি। আরো অনেক আছে। সব দলেই হয়তো এরা আছে শক্ত অবস্থান নিয়ে, কেউ হয়তো এমপি, দলের ক্ষমতাধর নেতা, সরকারের মন্ত্রী এরা অনেকে গণ জাগরণ মঞ্চ বানিয়ে মানবতা বিরুধীদের ফাসির দাবি তুলে।। শুধু ১০,১২ জনের ফাসির দাবিতে দিন রাত উপস্থিত থেকে অপসংস্কৃতি চর্চায় বাস্ত হয়ে তারুন্যে কে ভুলে গেলে চলবে না।পিছনে লুকিয়ে আছে কিছু বাম বাঙালি (বাংলাদেশী নয়),ইসলাম বিরুধী ব্লগার,আর একটা শক্তিশালী দল (যার নেতারা কখোন কি উল্টা পাল্টা বলে কেউ তা বুজে না ) এরা পুলিশ পাহারা নিয়ে শাহাবাগ মঞ্চ দখল করে তরুনদের দিয়ে নিজেদের ইচ্ছা হাছিল করছে।১৯৭১ সালের মতই এখনো মানবতা বিরুধী অপরাধ হচ্ছে। ধর্ষণ, খুন,হলমার্ক , ডেসটিনি ,পদ্মা সেতু ,শেআর মার্কেট কেলেংকারী, বিডিয়ার হত্যা এগুলো কি মানবতা বিরুধী অপরাধ নয়? আজ তরুণ দের জেগে উঠার সময়, স্লোগান তুলতে হবে সব মানবতা বিরুধীদের ,সব মানবতা বিরুধী কর্মকান্ধের ও সহযোগী দের আজই আইনের আওয়তায় আনতে হবে।তা না হলে আজকের মানবতা বিরুধী অপরাধের আইনের আওয়তায় আনতে আরো ৪১ বছর লেগে যেতে পারে। কেনো শুধু আজকের হরতালের বিরুদ্ধে অবস্থান?কেনো হরতাল নিষধ করার স্লোগান হবে না?কেনো সীমান্ত হত্যা বন্ধের দাবি তে স্লোগান হবে না?তোমরা না তরুণ?তাহলে কেনো অপশক্তির সাথে হাত মেলানো?তা হলে কি ধরে নিব তোমরা তরুণ না, তথা কথিত তরুনের ফ্রেমে আকা অপ সগ্স্কৃতিতে ভরা থাবা বাবার আরেক রূপ?যদি তরুণ হয়ে থাকো তারুন্যের আসল রূপে ফিরে আসো তা না হলে টেডি ইমাম দ্বারা তিন তকবিরে অজু ছাড়া জানাজা কপালে জুটতে পারে।তরুণ তুমি কি জানো অদ্ভুত উটের পিঠে চলছে শাহাবাগ, তা না হলে কেন আজ শাহবাগ থেকে কথা উঠবে আসিফ নজরুল, পিয়াস করীম,বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, মাহমুদুর রহমানকে হত্যা করা হবে—তারা এমন কী করেছেন? এজন্য আর কেউ যদি প্রতিবাদ না করে না করুক, আমি প্রতিবাদ করছি, নিন্দা করছি।
বিষয়: রাজনীতি
১২৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন