শেকোয়া (আংশিক) অনুবাদ: আশরাফ আলী খান
লিখেছেন লিখেছেন কাশ ০৪ জুন, ২০১৩, ০৯:০৮:২৭ সকাল
সর্বহারা চিত্ত আমার এই কথাটি বলতে চাহে,
লোকসানেরি সওদা করি চলছি খোদা তোমার রাহে;
বর্তমানের ক্ষেত্রে আমার শস্যবিহীন, শুধুই ফাঁকি
দূর অতীতের শব-দেহকে সামনে রেখেই তুষ্ট থাকি।
"ভালো-মন্দ হোক না যাহা, প্রভুর আদেশ মানব মোরা।"
এই নীতিতেই বোবার মতো লক্ষ আঘাত সইছে ওরা,
ধর্ম ধর্ম করে কেবল কাতরে মরে মূর্খ সব
দেখছে না কি পাশেই চলে ধর্মহীনের মহা উত্সব!
এই দুনিয়ার শান্তি লাগি খাটল যারা নিরন্তর,
শান্তি হল হারাম তাদের করলে তাদের দেশান্তর;
প্রেমিক যাঁরা যাচ্ছে চলে সামনে তাদের ঘোর আঁধার,
নূরের আলোয় খুঁজবে কি ফের করলে যাদের অবিচার?
তোমার সভা ভাঙল আজি-দীন-ঈমানের ঘনায় সাঁঝ
তোমার নামের পাগল যারা নিচ্ছে বিদায় তারাও আজ;
দিন-রজনী তোমার তরে ফেলত যারা চোখের জল,
হৃদয় সঁপি তোমার তরে পেল তাহার যোগ্যফল;
বিদায়কালে আজকে মোদের পরান কাঁদে সেই ব্যথায়,
পারবে না ফের দুষতে মোদের, ও-নাম যদি ডুবে যায়।
আমরা ডুবে মরলে পরে ডুববে জানি তোমার নাম,
মরলে সাকী রয় কি বাকি সাকীর হাতে শরাব জাম?
হয়তো মোরা আজকে নহি আগের মতো ভক্তিমান,
তোমারও নেই আগের মতো ক্ষমায়-দয়ায় পূর্ণ প্রাণ,
আমরা না হয় ক্ষুদ্র মানুষ কিন্তু ওহে কৃপাময়,
দান করে যে ফিরিয়ে নিলে তাতেই বা কি যুক্তি রয়?
শেষ হোল আজ ফুলের ফসল, ফুলবনে আর নেই বিলাস;
নেই কুসুমে শাখায় পাতায় স্বভাব- রাণীর অট্টহাস;
স্তব্দ হল সব কাকলী, নেই পাখিরা হেথায় কেউ,
শূন্য বনে একলা আমার বক্ষে ওঠে গানের ঢেউ।
বিষয়: বিবিধ
১৪৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন