আমার ধর্ম থাকুক আমার

লিখেছেন লিখেছেন কাশ ০১ জুন, ২০১৩, ০৮:৫৯:৪৮ সকাল

দয়াময় ও মেহেরবান আল্লাহর নামে

বল - শোন হে অবিশ্বাসী কাফেরগন,

সত্য ও মিথ্যার মাঝে হবেনা কভু সন্ধি স্থাপন।

আমি তো করিনা তাহার পূজা

তোমরা পূজা কর যায়,

তোমরা যাহার করনা পূজা

আমার পূজা তারই পা'য়।

করিতে তাদের আরাধনা আমি

নহে সম্মত, নহে স্বীকৃত কভু,

যাদেরে তোমরা করিতেছ পূজা

যারা তোমাদের প্রভু।

যে মহাসত্বার আমি উপাসক

যে পায় আমার অর্চনা,

পূজিতে তাহারে তোমরাও কেউ

সম্মত হতে পারছনা।

আমি উপাসিব প্রভুরে আমার

তোমরা পূজিও তোমাদের যারা,

আমার ধর্ম থাকুক আমার

তোমাদের থাক তোমাদের ধারা।

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File