বাংলালায়ন সহ অন্যান্য নেটওয়ার্কে যারা www.amardeshonline.com এ ঢুকতে পারছেন না তদের জন্য করনীয়!!!!!!!!
লিখেছেন লিখেছেন দুদিনের নীড় ০৭ মার্চ, ২০১৩, ০৮:৫৮:১৪ রাত
আপনারা হয়তো কেউ কেউ গতকাল থেকে বাংলালায়ন সহ কিছু ইন্টারনেট সার্ভিসে http://www.amardeshonline.com এ ব্রাউজ করতে পারছেন না। তাদের জন্য আমার এই পোষ্ট।
প্রথমে আপনাদের একটু কষ্ট করে এই লিংক এ ক্লিক করুন
পেজ ওপেন হওয়ার পর নিচের ছবির মত দেখতে পাবেন।
এইবার আপনারা লাল কালি দিয়ে মার্ক করা বক্সে আমারদেশের ওয়েব ঠিকানা অর্থাৎ http://www.amardeshonline.com টাইপ করুন নিচের ছবির মত।
এখন Begin browsing লেখা বাটনে ক্লিক করুন নিচের ছবির মত
এইবার পেজ লোড হলে দেখবেন আপনার প্রিয় আমারদেশ চলে এসেছে!!! এই পদ্ধতি শুধু আমার দেশের জন্যই নয়। এই বাকশালী সরকার যে সকল ওয়েব সাইটের প্রক্সী বন্ধ করে দিবে সেই সকল ওয়েব সাইট ও একই পদ্ধতিতে ইচ্ছা মত আরামসে ব্যবহার করুন। আর এই বাকশালী সরকারের মুখে ঝাঁটা মেরে দিন!
এই পদ্ধতি আপনাদের ফেসবুকের বন্ধুদের মধ্যেও শেয়ার করে জানিয়ে দিন যাতে করে হটাৎ করে আপনার প্রিয় কোন সাইট বন্ধ করে দিলে কোন অসুবিধা ছাড়া ব্যবহার করতে পারেন।
বিষয়: বিবিধ
৪০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন