অতীত বর্তমানের হরতাল এবং আমাদের স্বার্থপরতা!!!
লিখেছেন লিখেছেন দুদিনের নীড় ০৩ আগস্ট, ২০১৩, ০৪:৫৫:৫৮ রাত
আমরা নিজেরা অনেক স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে গেছি!!! দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত হয়েছে আমাদের দেশ সেটার কোন প্রতীবাদ নেই!!! যদি কেউ প্রতীবাদ করে একদিন হরতাল দেয় সেই দিন আমাদের দেশ প্রেম উতলায়ে উঠে!! দেশ ধ্বংস হয়ে গেল! ধ্বংস করে দিল ইত্যাদি ইত্যাদি শীবের গাঁজন গেয়ে উঠি আমরা একসাথে!! গুম খুন ধর্ষণে দেশ ভরে গেছে সেদিকে আমাদের কারো খেয়াল নেই! কিন্তু কেউ যদি একদিন কোন কারনে হরতাল দেয় তাইলে কিন্তু রেহাই নেই!! একে ট্রানজিট ওকে বিদ্যুতের জন্য যায়গা দেওয়া হচ্ছে তিনি ভাটির নদিতে বাঁধ দিচ্ছেন তাতে কোন সমস্যা নেই কিন্তু তার প্রতীবাদে যদি হরতাল হয় তাইলে কিন্তু দেশ রসাতলে চলে যাবে!! ইলিয়াস আলী গুম হল তার প্রতীবাদে হরতাল করলে আমরা সবাই সমস্বরে গীত গেয়ে উঠলাম মাত্র একজনের জন্য দেশের মানুষকে কষ্ট দিচ্ছে কেন? কিন্তু কেউ একজনও আমরা ভাবি না যে আজ ইলিয়াস আলী গুম হয়েছে কাল হয়তো আমি আপনি কিংবা আমদের কেউ হতে পারে! মহা চোর চোরঞ্জিত ধরা পড়ল তার প্রতীবাদ করলে দেশের মানুষ কষ্ট পায় কিন্তু দেশের সম্পদ একে একে লুণ্ঠন হচ্ছে তাতে কোন সমস্যা নেই!! আমাদের দেশ প্রেম তখন ঘুমিয়ে থাকে!! পদ্মা সেতু বন্ধ হয়ে গেল তাতে কি হয়েছে তার প্রতীবাদে হরতাল করলে আমরা সবাই শেয়ালের মত হুক্কা হুয়া করে উঠি কারন আমাদের ভিতর কিন্তু বিশাল দেশ প্রেম বিদ্যমান! আর ব্যবসায়ীদের কথা কি বলবো তারা তো একটা বিশেষ সংগঠনের জন্য!! তাদের কোন সমস্যা নেই তারা ইচ্ছা মত জিনিষ পত্রের দাম বাড়াবে বিক্রি করবে! একটা বিশেষ দল হরতাল করবে জ্বালাও পোড়াও করবে সেই সময় তারা ঠিকই নাকে তেল দিয়ে ঘুমাবে কিন্তু বি এন পি কিংবা জামাত হরতাল দিলে দেশ ধ্বংস হয়ে যাবে দেশ প্রেমে ভাটা পরবে!! তাই একটু ঘেউ ঘেউ না করলে কি হয়! ১৭৩ দিন হরতাল করলে ব্যবসায়ে কোন ক্ষতি হয় না কিন্তু দুই চার দিন অন্যরা হরতাল দিলেই দেশের বারোটা বেজে যাবে! যে যত কথাই বলেন না কেন ভাই আমাদের দেশের সংস্কৃতিই এই জ্বালাও পোড়াও আর দেশ অচল না হলে কোন দাবী আদায় হয় না!!! তাই হাজার কষ্ট হলেও কি আমরা পারিনা কয়েকটা দিন বা কিছুটা সময় বিসর্জন দিতে? বিগত দিনে আওয়ামীলীগ তো ঠুনকো বিষয় নিয়েও দিনের পর দিন হরতাল করেছে কই সেদিন তো সুশীল সমাজ কিংবা আজকের ব্যবসায়ী আর আমরা আম জনতা কোন প্রতীবাদ করিনি? ঠিকই তো জ্বালাও পোড়াওকারীদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছি!! বলতে পারেন অসুস্থ রোগীদের তো হাঁসপাতালে নিব না? কেন নয় অবশ্যই নিবেন কারন তাদের জন্য তো হরতাল আবশ্যক নয় অথবা কোন অ্যাম্বুলেন্স তো হরতালে কেউ পোড়ায় না ভাঙ্গে না! সেটা বাদে আর বাকীরা সবাই কি একটু কষ্ট হলেও কি মেনে নিতে পারি না? এখন তো ঐ ১৭৩ দিনের হরতালকারীদের থেকে অনেক ভালো জ্বলন্ত ইস্যু ছাড়া কোন হরতাল হয় না!!! তাহলে আমাদের এতো চুলকানী কেন হয়? নাকি হরতাল শুধু একটি বিশেষ দলের জন্য? যারা ১৭৩ কেন আরও হরতাল করতে পারবে তাতে আমাদের সমস্যা হবে না!! কিন্তু বি এন পি-জামাত করলেই সব শেষ!! সব শেষ বলে চিৎকার শুরু করে দেই আমরা কেন? হরতালে তো ক্ষতি আমার আপনার সবারই হয় কিন্তু দাগ থেকে যদি দারুন কিছু হয় তাহলে আমরা দাগটাকে কেন ঘৃণা করবো? এখনই ভাবার সময় এসেছে!! এসেছে বৃহৎ কিছু পাওয়ার জন্য ক্ষুদ্র কিছু বিসর্জন দেওয়ার!
বিষয়: রাজনীতি
১৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন