বাংলাদেশের প্রধান সমস্যা কি জামাত শিবির, ইসলামী রাজনীতি না আর অন্য কিছু......
লিখেছেন লিখেছেন মোঃ নজরুল ইসলাম মজুমদার ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৭:৩৩ দুপুর
আমরা যারা এদেশের নাগরিক, বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে এবং রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত নই, গত প্রায় চল্লিশ বছর ধরে কি দেখেছি এবং দেখতেছি, এদেশে রাষ্ট্রীয় দুর্নীতি রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্র ক্ষমতায় বসে জনগনের সম্পদ লুটপাট, জনগনের উপর বিভিন্ন সময়ে অন্যায় আচরন, নির্যাতন কারা করেছে, অপশাসন দু:শাসনের কারনে জনগন কাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এ প্রশ্নের খুব সহজ উত্তর হবে জামাত শিবির নয়, যারা গত চল্লিশ বছর এদেশ শাসন করেছে তারা। এ উত্তর যদি ভুল না হয় তাহলে জামাতের রাজনীতি বন্ধ করার জন্য সরকারী তৎপরতার সাথে সরকারী আয়োজনের প্রজন্ম আন্দোলন। তরুনরা তো মিথ্যর সংগে আঁতাত করেনা, তরুনরাতো প্রতারনা বুঝেনা, তাহলে কি আমাদের তরুনরা শিশু থেকে সঠিকভাবে বেড়ে উঠে তরুন হয়নি? তাহলে বলতে হবে যারা সত্যিকারের শিক্ষা নিয়ে রেড়ে উঠে তরুন, তারা অবাক হয়ে শাহবাগকে দেখছে!
বিষয়: বিবিধ
১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন