শাহবাগ বাসীদের প্রতি

লিখেছেন লিখেছেন লহর অফ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৩:৩৫ রাত

শাহবাগ বাসীদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা অজ্ঞতা বশতঃ যা করতেছেন তা নীতি নৈতিকতা , দেশীয় আইন সর্বোপরি ইসলাম বিরোধী। কারণ দেশীয় আদালতের রায় মান্য করা আপনার আমার নৈতিক দায়িত্ব। অথচ কতিপয় স্বার্থনেস্বী মহলের প্ররোচনায় আপনারা আপনাদের অজান্তে আইন এবং ইসলাম বিরোধী কাজ করেই যাচ্ছেন। আপনারা একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন আপনারা যা করতেছেন তা নীতিগত ভাবে কতটুকু শুদ্ধ। আমার বয়স ৩১ বছর। বয়সের দিক থেকে আমিও তরুণ। আমি ও বাংলাদেশী আপনিও। আমি বাংলাদেশকে ভালবাসি আপনিও। আমি যুদ্ধাপরাধীদের বিচার চাই আপনিও চান। আমি যুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে চাই আপনিও। আমি কোন দল করিনা কিন্তু ইসলামকে ভালবাসি। আমি অন্যায়ের প্রতিবাদ করতে ভালবাসি যতটুকু ইসলাম অনুমোদন করে। আপনি যিদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনাকে বলব দোজখের আজাবকে ভয় করুন। দোজখের আজাব সর্ম্পকে আপনি আমি যা জানি তার চেয়ে ভযাবহ। হাদীসের বর্ণনা অনুযায়ী দোজখের আগুন দুনিয়ার আগুন হইতে সত্তর গুন বেশী গরম হইবে। একটু চিন্তা করুন দুনিয়ার আগুনে আমরা এক মিনিট হাত রাখতে পারি কিনা। যদি না পারি তবে কি করে দোজখের আগুন সহ্য করব। রাস্তা ঘাটে আমরা যে চলাফেরা করি তা কি নিরাপদ? এইতো কয়দিন আগে আমার ব্লগার ভাই রাজিব মারা গেলেন, সেই অবস্থাতো আপনার আমার ও হতে পারতো। আমি বুঝাতে চাচ্ছি যে, আমাদের জীবনের নিরাপত্তা আমাদের হাতে নেই। মহান আল্লাহ পাক যেই দিন আমাদেরকে ডাক দিবেন সেই দিনই তার দরবারে হাযির হতে হবে। অতএব সাবধান। চলুন ভাই আজকেই আমরা তওবা করে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করে নেই। কারণ পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন------------

'' আর তিনি এমন যে, স্বীয় বান্দাগণের তওবা কবুল করিয়া থাকেন এবং তিনি গোনাহ সমূহ ক্ষমা করিয়া দেন, আর তোমরা যাহা কিছু কর, তিনি তাহা অবগত আছেন। আর তিনি সেই সমস্ত লোকের ইবাদন কবুল করিয়া থাকেন যাহারা ঈমান আনিয়ছে এবং তাহারা নেক কাজ করিয়াছে এবং তাহাদিগকে নিজের অনুগ্রহে আরো অধিক প্রদান করিয়া থাকেন; আর যাহারা কুফর করিতেছে তাহাদের জন্য কঠিন আজাব রহিয়াছে।-------সুরা শূরা, রুকু-৩

'' আপনি বলিয়া দিন, হে আমার বান্দাগণ! যাহারা নিজেদের প্রতি অত্যাচার করিয়াছ, তোমরা আল্লাহ তা'য়ালার রহমত হইতে নিরাশ হইওনা; নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গোনাহ ক্ষমা করিবেন; নিশ্চয় তিনি বড়ই ক্ষমাশীল, দয়ালু। আর তোমরা স্বীয় রবের দিকে ফিরিয়া আস এবং তাহার আদেশ পালন কর ইহার পূর্বে যে, তোমাদের উপর আজাব আসিয়া পড়ে, অতপর কোন সাহায্য না পাও------সুরা যুমার, রুকুঃ৬

অতএব হে মুসলমান ভাই বোনেরা চলূন আমরা তওবা করে হিদায়ত পাওয়ার আশায় আল্লাহর কাছে প্রাথনা করি।

যেসব অমুসলিম ভাই বোনেরা আছেন তাদের কে বলব আপনারা দলীয় সংর্কীনতার উর্দ্ধে উঠে একটু বিবেক খাটান আমার বিশ্বাস আপনি উত্তর পেয়ে যাবেন। কারণ নিজের বিবেক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় আদালত।

যদি আমি আপনি সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হই তাহলে অবশ্যই সব রাজাকারের বিচার চাওয়া উচিত। শুধু মাত্র ব্যক্তি বিশেষের বিচার চাইব আর বাকিদের বেলায় নিরব থাকব তা কিন্তু আপনার বিশ্বাসের বিরোধী।

আপনার কাছে আমার অনুরোধ আপনি যেটা চাইবেন সেটা স্পষ্ট করে বলুন ভয়ভীতির উর্দ্ধে উঠে। আপনি যদি শাহবাগ বসে বিশিষ্ট রাজাকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিচার চাইতে পারেন তবে আমি বলব আপনি হকের মধ্যে আছেন। কারণ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (শেখ হাসিনার বেয়াই) যে রাজাকার তা সমগ্র দেশের মানুষ জানে। আমি জানি আপনি তার বিচার চাইতে পারবেননা যদি না পারেন তাহলে কেন আপনি ব্যক্তি বিশেষের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার প্রতি জুলুম করতেছেন।

অতএব আপনার প্রতি বিনীত অনুরোধ আজ রাত্রে শাহবাগ আন্দোলন নিয়ে আপনার বিবেকের কাছে নিজে নিজে প্রশ্ন করুন। আশাকরি সঠিক নির্দেশনা আপনি আপনার বিবেকের কাছ থেকেই পেয়ে যাবেন।

বিষয়: বিবিধ

১৫১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File