আমার প্রশ্ন হল :

লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ২০ মার্চ, ২০১৩, ১১:৩৩:১০ সকাল

আ.লীগ কেন বিএনপিকে জামায়তকে বাদ দিয়ে আলোচনার কথা বলে? আলোচনার সাথে বিএনপি-জামায়তের জোটের কি সম্পর্ক ? মানলাম জামায়ত মানবতাবিরোধী অপরাধী দল,তাদের দেশে কোন গ্রহনযোগ্যতা নেই। তারা আ.লীগের ভাষায় সন্ত্রাসী দল।আমি মনে করি এতে করেতো আ.লীগের জামায়তকে নিয়ে কোন চিন্তা করার অবকাশ নেই,বরং তারা আরও ভাববে যে বিএনপি এই রকম একটা দলের সাথে জোট করছে সুতরাং বিএনপি আরও ক্ষতিগ্রস্থ হবে। জামায়ত নিবন্ধন দল,দরকার হলে সরকার আগে তাকে প্রয়োজনে নিবন্ধন বাতিল করুক, তারপর তারা বিএনপিকে এই শর্ত দিতে পারবে। সরকার তাদের নিবন্ধন বাতিল ও করবে না আবার তাদের রাজনীতি ও করতে দিবে না, এটা আমার কাছে গ্রহনযোগ্য নয়। আসলে আমরা যারা মনে করি জামায়ত ৬% ভোটের মালিক দল,এদের নিয়ে এতো ভাবনার কি দরকার? কিন্তু বাস্তবতা কি তাই বলে দেখুন ৯৬ সালে আ.লীগ এদের সাথে জোট করে তত্বাবধায়ক সরকারের আন্দোলন করে ছিল এবং সফ ল ও হয়েছিল। সুতরাং বলা যায় সরকারতো বিএনপির থেকে আরও বেশি জানে যে জামায়ত আন্দোলন কেমন করে করতে পারে ,তাই আমরা ধরে নিতে পারি আ.লীগ ভাবতে পারে যে জামায়তকে সাথে নিয়ে আমরা যেহেতু সফল হয়েছি তাই বিএনপির সাথে যদি এরা থাকে এরা ও সফলতা পাবে,আর এই জন্য সরকার তাদের ত্যাগ করার কথা বলছে


বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File