ঐতিহ্য পালন নাকি............................?
লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ১৪ এপ্রিল, ২০১৪, ০১:১৭:০৩ রাত
পহেলা বৈশাখে নাকি ইলিশ আর পান্তা খাওয়া ফরজ।যারা এটা না খাবে তারা নাকি বাঙ্গালী না। তাহলে কথা হল পান্তা খাওয়া হয় কেন ? কারন এই দিন আমরা আমাদের ঐতিহ্যবাহী গ্রামীন সাংস্কৃতিকে স্বরন করে থাকি।যার ফলে আমরা পান্তা খাই। একটু ভেবে দেখুন তো আমাদের গ্রামীন সমাজে কত জন ব্যক্তি নিয়মিত পান্তার সাথে ইলিশ খায় ? আসলে তারা পান্তার সাথে খাই কাচা মরিচ। আর বৈশাখে খাওয়া হয় ইলিশ(ইলিশই যে খেতে হবে কোথায় লেখা আছে এটা ?)। তাই আমি মনে করি এটা আমাদের সংস্কৃতির কোন অংশ নয়, এটা হল
১। মোবাইল কোম্পানির sms এর মাধ্যমে টাকা ইনকামের পন্থা।
২। প্রজনন মৌসুমে ইলিশ ধরা(এখন ইলিশ ডিম দেয়)।
৩। কারো কারো এটাকে নিয়ে রাজনীতি করা।
৪। আর যাদের টাকা আছে,কিন্তু সময় এবং মনে শান্তি নেই তাদের একটু টাকার বিনিময়ে একটা দিন উৎসব পালন করা।
কিন্তু আমি ভাই এর আগে ও নেই পিছনে ও নেই। তাই ভাই দয়া করে আমার নিকট হতে শুভেচ্ছা আশা করিবেন না।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন