এ পথে যাওয়া যায় না, ঐখানে পূজা হচ্ছে

লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩৫:২৫ বিকাল

আজ সকালে ৮ টার সময় ভার্সিটিতে যাওয়ার জন্য বাসে উঠি, বরাবরের মত আজও রাস্তায় প্রচুর পরিমানে জ্যাম। সবার মাঝে উৎকন্ঠা কখন সবাই তার গন্তব্য স্থানে পেীছাবে। তাদের মত আমার মাঝে ও উৎকন্ঠা ছিল আমি কখন ক্লাসে পৌছাবো।

বাস চলতে চলতে যখন রুপসী বাংলা(শেরাটন হোঠেল) এর কাছে পৌছাল , তখন হেল্পার বলল শাহবাগের যাত্রিরা নামুন।

এমন সময় একজন যাত্রী বলল কেন সোজা যাবা না ? তাৎক্ষনিক বাসের ড্রাইভার বলল ভাই " ঐখানে আজ প্রায় ১৫ দিন পূজা হচ্ছে,তাই এ পথে যাওয়া যায় না"

তখন বাসের অনেকে হেসে উঠল,কিন্তু কেউ বাসের ড্রাইভারকে কিছু বলল না। কিন্তু আমরা দেখি প্রায় সময়ই বাসের হেল্পার, ড্রাইভার এরা ভাল-মন্দ যে কোন ধরনের কথা বলুক না কেন তাদের যাত্রীদের রসাতলে পড়তে হয়।

জানি না আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন, তবে এ্টি আমার আজকের বাস্তব অভিজ্ঞতা।

বিষয়: বিবিধ

১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File