আমার কিছু কথা.....আন্দোলনকারী এবং জামায়তের কাছে।
লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৮:০৬ দুপুর
আমি স্পষ্ট করে বলছি জামাত মানেই ইসলাম নয়, আবার ইসলাম মানেই জামায়াতে ইসলাম অথবা ইসলামী দলগুলো নয়। যদি তেমনি হতো, তবে আমি তাদের যে কোনো একটি দলের কর্মী থাকতাম আজ। তাদের সাথে আমাদের মতধারা এবং নিতীর ভীন্নতা থাকতেই পারে, আর থাকাটাই স্বাভাবিক। আমি আরো দৃঢ়ভাবে বলছি যে, আমি সকল যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চাই। এবং আমি এই দাবীর সমকণ্ঠী...
আমার চাওয়া একটাই, কোনোভাবেই জামাত-শিবির অথবা দোষী যুদ্ধাপরাধীদের সাথে ইসলাম এবং তার ভাব গাম্ভীর্য্যকে একাকার করে ফেলা যাবে না, কোনোভাবেই ইসলাম ও ধর্মীয় ব্যক্তিত্বদের আক্রমন করে কথা বলা যাবে না। আমাদের মনে রাখতে হবে, আমরা আন্দোলন করছি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কোনোভাবেই ইসলাম ধর্ম কে হেও করা অথবা নাস্তিকবাদী বামমোর্চাদের সাপোর্ট দেয়ার জন্য নয়...
জামাত-শিবির কর্মীদের উদ্দেশ্যে বলছি, সাধারন মানুষের জান-মালের ক্ষতি করবেন না। যারা স্বীকৃত যুদ্ধাপরাধী তাদের বিচার হয়ে যাক, হোক সে জামায়াত-বিএনপি অতবা আওয়ামী লীগের কেউ। জাতি দায় মুক্ত হোক, আপনাদের দলও দায় মুক্ত হোক। কয়েকজন ব্যক্তির জন্য কেন পুরো দল দায়ী হবে? আপনারা আইনি লড়াই করছেন করে যান, যদি তাদের উপর অবিচার করা হয়। তবেও কষ্ট কিসের, আল্লাহর উপর আস্থা রাখুন, আসল বিচার ওয়ালার দরবারে তারা নিশ্চয় সুবিচার পাবে। আমরা জনি যে, সবচেয়ে স্পর্শকাতর ও অতীব গুরুত্বপূর্ণ পদ হলো 'বিচারক' এবং 'রাষ্ট্রপ্রধান'র পদ আমরা তাদের উপর সুবিচারের দ্বায়ীত্ব অর্পন করেছি। বাকী দায় শুধুই তাদের, যেহেতু তাদের কাজের দায়ভার শুধুমাত্র তাদেরকেই বহন করতে হবে। আমরা গণতন্ত্রের পক্ষে, সকলের রাজনিতী করার স্বাধীনতার পক্ষে, আমরা চাই একটি অহীংস জাতি।
প্রতিবাদ হবে অপরাধের বিপক্ষে, কোনো ব্যক্তি-দল বা গোষ্ঠীর বিপক্ষে নয়। আমরা সব ধর্মের সকল মানুষ এক হয়ে থাকবো, আমরা একে অন্যকে ব্যক্তি হিসেবে চিনবো ধর্ম হিসেবে নয়।
আল্লাহ আমাদের সহায় হোক, শুভ হোক সকল মঙ্গল প্রয়াস।
বিষয়: বিবিধ
৯০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন