দারিদ্র-ই কি মহাপাপ তাদের জন্য ?

লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ২৪ এপ্রিল, ২০১৩, ০৭:৩৯:৫৮ সন্ধ্যা

প্রায় প্রতিটা দিন আমাদের দেশে কোথা ও না কোথা ও নানা রকম দুর্ঘটনা ঘটছে। একটু লক্ষ্য করে দেখবেন,এখানে কারা মারা যায়? যারা এই বিশ্বায়নের যুগে নিজেদের অসিত্ব রক্ষার জন্য প্রতিনিয়ত হাড় ভাঙ্গা প্ররিশ্রম করে যাচ্ছে । ভাগ্যের কি পরিহাস আমরা দেখতে পাচ্ছি যারা এই পৃথিবীতে শোষকের দ্বারা শোষিত তারাই আবার প্রাকৃতি দ্বারা ও শোষিত! তাহলে কি এরা কি সর্বক্ষেত্রে-ই শোষিত। দারিদ্র হয়ে জন্মগ্রহন করাই কি তাদের জন্য মহা পাপ ?

তা না হলে যার কারনে আজ সাভারে এতো জন মানুষ মারা গেল সেই ব্যক্তি আবার স্বাভাবিক ভাবে বেচেঁ গেল।

তবে কি আমরা বলতে পারি শোষক যেমন মানুষের আইন থেকে অন্যায় করে ও বারবার বেচেঁ যায়, ঠিক তেমনি প্রাকৃতি ও তাকে মানুষের মত সার্পোট দেয় ?

বিষয়: বিবিধ

১৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File