মানুস যা কল্পনা করে তাই সে স্বপ্ন দেখে-প্রসঙ্গ দেলোয়ার হোসেন সাঈদী
লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ০৪ এপ্রিল, ২০১৩, ১২:৫৮:০১ দুপুর
আমি আমার মন্তব্যটা একটা ছোট গল্পের মাধ্যমে বলতে চাই। আশাকরি উপলদ্ধি করতে পারবেন।
আমরা মাবনজাতি হিসাবে আমাদের একটি রোগ বা সহজাত যা-ই বলিনা কেন" স্বপ্নদোষ" বিষয়টি আমাদের মাঝে বিদ্যমান। আমি মনে করি এটা হওয়ার কারন আমাদের প্রায় সকলেরই জানা। তবে আমি একটা কথা বলবো তা হল- মানুষ কাকে স্বপ্ন দেখে? আমি মনে করি মানুষ যাকে নিয়ে ভাবে মানুষ তাকে ই স্বপ্ন দেখে। যদিও স্বপ্ন জিনিসটা সত্য না তবু তা মানুষকে নাড়া দিয়ে যায়।
ঠিক তেমনি মানুষ আসলে সাঈদীকে চাদে না দেখলে,আমাদের এ কথা মনে রাখতে হবে ,মানুষ যদি তাকে নিয়ে না ভাববে তাহলে কেন মানুষ তাকে চাদে দেখবে আর তা বিশ্বাস করে নেবে ? আমি মনে করি তার চেয়ে বাংলাদেশে আরও অনেক শক্তিশালি লোক আছে তো তাদের তো কেউ ভাবে না।
আমাদের বাস্তবতা বুঝতে হবে আমি আপনি যা বুঝি গ্রামের সাধারন মানুষ তা বোঝে না। তারা আবেগ প্রবন , যে আবেগ সত্য বা অসত্য যাই হোক না কেন। তারা তাদের মত করে সব কিছু ভাবে যা আমার আপনার কাছে খুবই সাধারন।
বিষয়: বিবিধ
১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন