স্বপ্ন দিয়ে বোনা বই দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে, সেই সাথে আরো বেশ কিছু বইও থাকছে
লিখেছেন লিখেছেন ব্লগারদের প্রকাশনা প্যানেল ১৭ জুন, ২০১৫, ১২:৪৮:০৭ দুপুর
স্বাধীনতাউত্তর ভিন্ন আমেজে যে কয়টি বই হাতে গুণা
তারমধ্যে অন্যতম স্বপ্ন দিয়ে বোনা
অনলাইন জগতের মাধ্যমে যদিও ইতিমধ্যে অনেক বই প্রকাশ হয়েছে । কিন্তু ‘স্বপ্ন দিয়ে বোনা’র মত ভিন্ন ধর্মী বই আর বের হয়নি । ১২১জন ব্লগারের বাছাইকৃত লেখা নিয়ে বই ‘স্বপ্ন দিয়ে বোনা’ । এই বই ব্লগারদের প্রকাশনা প্যানেল এর মাধ্যমে ফ্রি দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে । নীচের ঘোষণাটি লক্ষ্য করুন:
----------------------------------------------
একটি ঘোষণা:
আসসালামু আলাইকুম ।
‘‘স্বপ্ন দিয়ে বোনা’’ বই দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে ।
এই বই ব্লগারদের প্রকাশনা প্যানেল এর মাধ্যমে ফ্রি দেয়া হবে দেশের ১০টি পাবলিক লাইব্রেরীতে । যেখানে সাধারণ পাবলিক এবং ছাত্র/ছাত্রী অনায়াসে বই পড়ার সুযোগ আছে সেরকম পাবলিক লাইব্রেরী/পাঠাগার কে দেয়া হবে বই ।
স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ভিত্তিক গণপাঠাগার এবং সাধারণ পাবলিক লাইব্রেরীতে ব্লগারদের মাধ্যমেই বই দেয়া হবে ।
অর্থাৎ কেবল ব্লগারদের সুপারিশেই বই দেয়া হবে । তবে যে লাইব্রেরীর জন্য সুপারিশ করা হবে সে লাইব্রেরীর ছবি, পরিচালকের মোবাইল নং সহ আরো কিছু তথ্য সুপারিশকারীকে নিশ্চিত করতে হবে । আমাদের ফেসবুকের আইডিতে ইনবক্স করতে হবে অথবা আমাদের কাছে মেইল করতে পারেন ।
বিশেষ বিবেচনায় ফেসবুকের বন্ধুদের সুপারিশও বিবেচনা করা যেতে পারে ।
[বি:দ্র: সর্বাবস্থায় ব্লগারদের প্রকাশনা প্যানেল’র সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে ।]
ব্লগারদের প্রকাশনা প্যানেল’র সাথে একাত্মতা ঘোষণা করে আরো যাদের বই দেয়া হবে ।
বাহার প্রকাশনীর পক্ষ থেকে
# বই : আসমানী মেসেজ : লেখক, আহমদ রশিদ বাহাদুর, প্রতি লাইব্রেরীতে ২টি করে মোট ২০টি :
# লেখক গবেষক ও কবি: মিনহাজুল ইসলাম মো: মাছুম: তিনি একটি সাময়িকীসহ মোট ৫টি বইর ১০০ কপি দিবেন ।
অর্থাৎ ‘স্বপ্ন দিয়ে বোনা’ বইর সাথে আরো বেশ কয়েকটি বই মনোনীত পাবলিক লাইব্রেরীগুলো পাবেন ।
আরো যারা লেখক এবং প্রকাশক পাবলিক লাইব্রেরীতে ফ্রিতে বই দিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
তাছাড়া কেউ ব্যক্তিগত কালেকশনের অবহেলায় পড়ে থাকা বই দিতে চাইলেও আমরা তা পাবলিক পাঠাগার সমূহকে পৌছে দিব ।
৩০জুন’১৫’র মধ্যে সুপারিশকারী পাঠাগারসমূহ থেকে বিবেচনা করা হবে ।
বইর জন্য কোন পাঠাগারের পক্ষ থেকে সুপারিশকারীকে নির্দিষ্ট ফরম পুরন করে পাঠাতে হবে ।
আমাদের মেইল:
বিষয়: বিবিধ
১৮৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন পর্যন্ত স্বপ্ন দিয়ে বোনার সাথে আরো ৬টি বই যুক্ত হয়েছে।
আরো দাতা পাওয়া গেলে বইর সংখ্যা আরো বাড়বে
মন্তব্য করতে লগইন করুন