প্রজন্মের সাক্ষাৎকার(১ম পর্ব)ঃ
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ মহসিন ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫৩:৪৩ সন্ধ্যা
শাহবাগ যাওয়া প্রসঙ্গে কয়েকজনের একান্ত সাক্ষাৎকার তুলে ধরছি ঃ
১ম ব্যাক্তি ঃ (চাকুরিজিবী )
প্রশ্নঃ ভাইয়া শাহ্বাগ যাচ্ছেন কেন ? সমাবেশে যোগ দিতে নিশ্চয়ই ? সত্যি করে বলবেন প্লিজ………
উত্তরঃ উম……… মানে সত্যি বলতে শাহ্বাগে একটা কাজ আছে তাও আবার রিকশা ভাড়া ফ্রি কিছুক্ষণ থেকে চলে যাব শত হলেও রিক্সাভাড়া দিছে বুঝেতেইত পারছ ……………
২য় ব্যাক্তি ঃ (একজন প্রগতিশীল প্রবীণ ভদ্রলোক)
প্রশ্নঃ শাহ্বাগ নিশ্চয়ই?
উত্তরঃ হ্যাঁ
প্রশ্নঃ যুদ্ধাপরাধ সম্পরকে আপনার মতামত কি ?
উত্তর ঃ আমি যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই ।তারা ৭১ এ হত্যা , ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের ফাঁসি দিতেই হবে ।
প্রশ্ন ঃ আচ্ছা তাদের এত বছর বাচিয়ে রাখলেন কেন ? এ দাবি আর আগ থেকে জোরদার করা উচিত ছিল নয় কি ? জাতির পিতা বঙ্গবন্ধু ছিল ৪ বছর আবার উনার সুকন্যা গনতন্ত্রের মানসকন্যা জননেত্রি শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় ছিল, তাছাড়া এই আমলেও আরো কয়েক বছর ছিল হটাত সেস দিকে..........
উত্তর ঃ হুম......(কিছুক্ষণ মাথা চুলকিয়ে) এত বছর রাজনৈতিক জতিলতার কারনে হয়নি এখন হবে......
প্রশ্ন ঃ ওরে বাবা পাক্কা ৪২ বছরের সেশন জট!!!! যাহোক... আমরাতো দেখলাম যারা সাক্ষী দিতে এসছে তারা প্রত্যক্ষদর্শী নয় তাছাড়া পরিবারের সদস্যও নয় বা নিকট আত্মীয়ও নয় পারাতো ভাই বোন... এত অত্যাচার যাদের উপর হল তাদের কেউ আসছেনা কেন আবার দেখলাম পল্লবের ভাবী আসামির পক্ষে সাক্ষী দিল আর যত পারাতো লোক এসেছে তারা বলছে তারা শুনেছে কাদের মল্লা নামের কেউ... কেউ দেখেনি এই লক্তা কি অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখেন?
উত্তরঃ দেখ, কাদের মোল্লা একজন নামকরা যুদ্ধাপরাধী যারা যুদ্ধ দেখেছে তারা জানে।
প্রশ্ন ঃ আচ্ছা যাহোক তাদের স্বজনরা যে কেন জানলনা আমার আফসোস হচ্ছে আর পারাতো ভাইয়েরা যে কেন না দেখে শুধু শুনল আর এত বছর যে কেন ধ্যানমগ্ন ছিল... আচ্ছা সরকার নিজে ফাসির রায় না দিয়ে আপনাদের এত হয়রান করাচ্ছে কেন আর আপনারাওবা ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করছেন্না কেন তাছাড়া আপনারা আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আদালত অবমাননা করছেন কিন্তু সরকার উল্টা পুলিশ দিয়ে পাহারা দিয়ে আপনাদের অবমাননায় সহযোগিতা করছে কেন ?
উত্তর ঃ এত কিছু বুঝিনা আমদের দাবি একটাই যুদ্ধাপরাধির ফাঁসি চাই।
প্রশ্ন ঃ মনে মনে হাসলাম এত অবুঝরা কেন এই গুরু দায়িত্ব নিতে আসলো...... যাহোক ,আচ্ছা পুরো বাংলাদেশে জামায়াতের এই ৫-৬ জন আর বি এন পি’র ১ জন কীভাবে এত কাজ করলো তাদের নেটওয়ার্কইং ব্যবস্থার তারিফ করতে হয়... আপনি কি বলেন ?
উত্তর ঃ এত কথা বলার সময় নেই …… জয় বাংলা ………জয় বাংলা……।।
৩য় ব্যাক্তি ঃ (বন্ধু)
প্রশ্নঃ দোস্ত শাহ্বাগ যাচ্ছিস কেন ? সমাবেশে যোগ দিতে নিশ্চয়ই ?
উত্তরঃ হ্যাঁ, সমাবেশে যোগ দিতে ।
প্রশ্নঃ ছাত্র হিসেবে সমাবেশ সম্পর্কে তোর অভিব্যক্তি কি ?
উত্তরঃ আসলে আমি বেশি কিছু বলতে চাইনা আমার এসবে মোটেও আগ্রহ নেই কিন্তু হলে থাকতে হলে...... বুঝতেই পারছিস ...... দেরি হয়ে যাচ্ছে দোস্ত পরে কথা হবে।
শাহ্বাগ যাওয়া প্রসঙ্গে কয়েকজনের মতামত তুলে ধরছিঃ
১ম ব্যাক্তি ঃ (চাকুরিজিবী )
প্রশ্নঃ ভাইয়া শাহ্বাগ যাচ্ছেন কেন ? সমাবেশে যোগ দিতে নিশ্চয়ই ? সত্যি করে বলবেন প্লিজ………
উত্তরঃ উম……… মানে সত্যি বলতে শাহ্বাগে একটা কাজ আছে তাও আবার রিকশা ভাড়া ফ্রি কিছুক্ষণ থেকে চলে যাব শত হলেও রিক্সাভাড়া দিছে বুঝেতেইত পারছ ……………
২য় ব্যাক্তি ঃ (একজন প্রগতিশীল প্রবীণ ভদ্রলোক)
প্রশ্নঃ শাহ্বাগ নিশ্চয়ই?
উত্তরঃ হ্যাঁ
প্রশ্নঃ যুদ্ধাপরাধ সম্পরকে আপনার মতামত কি ?
উত্তর ঃ আমি যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই ।তারা ৭১ এ হত্যা , ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের ফাঁসি দিতেই হবে ।
প্রশ্ন ঃ আচ্ছা তাদের এত বছর বাচিয়ে রাখলেন কেন ? এ দাবি আর আগ থেকে জোরদার করা উচিত ছিল নয় কি ? জাতির পিতা বঙ্গবন্ধু ছিল ৪ বছর আবার উনার সুকন্যা গনতন্ত্রের মানসকন্যা জননেত্রি শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় ছিল, তাছাড়া এই আমলেও আরো কয়েক বছর ছিল হটাত সেস দিকে..........
উত্তর ঃ হুম......(কিছুক্ষণ মাথা চুলকিয়ে) এত বছর রাজনৈতিক জতিলতার কারনে হয়নি এখন হবে......
প্রশ্ন ঃ ওরে বাবা পাক্কা ৪২ বছরের সেশন জট!!!! যাহোক... আমরাতো দেখলাম যারা সাক্ষী দিতে এসছে তারা প্রত্যক্ষদর্শী নয় তাছাড়া পরিবারের সদস্যও নয় বা নিকট আত্মীয়ও নয় পারাতো ভাই বোন... এত অত্যাচার যাদের উপর হল তাদের কেউ আসছেনা কেন আবার দেখলাম পল্লবের ভাবী আসামির পক্ষে সাক্ষী দিল আর যত পারাতো লোক এসেছে তারা বলছে তারা শুনেছে কাদের মল্লা নামের কেউ... কেউ দেখেনি এই লক্তা কি অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখেন?
উত্তরঃ দেখ, কাদের মোল্লা একজন নামকরা যুদ্ধাপরাধী যারা যুদ্ধ দেখেছে তারা জানে।
প্রশ্ন ঃ আচ্ছা যাহোক তাদের স্বজনরা যে কেন জানলনা আমার আফসোস হচ্ছে আর পারাতো ভাইয়েরা যে কেন না দেখে শুধু শুনল আর এত বছর যে কেন ধ্যানমগ্ন ছিল... আচ্ছা সরকার নিজে ফাসির রায় না দিয়ে আপনাদের এত হয়রান করাচ্ছে কেন আর আপনারাওবা ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করছেন্না কেন তাছাড়া আপনারা আদালতের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আদালত অবমাননা করছেন কিন্তু সরকার উল্টা পুলিশ দিয়ে পাহারা দিয়ে আপনাদের অবমাননায় সহযোগিতা করছে কেন ?
উত্তর ঃ এত কিছু বুঝিনা আমদের দাবি একটাই যুদ্ধাপরাধির ফাঁসি চাই।
প্রশ্ন ঃ মনে মনে হাসলাম এত অবুঝরা কেন এই গুরু দায়িত্ব নিতে আসলো...... যাহোক ,আচ্ছা পুরো বাংলাদেশে জামায়াতের এই ৫-৬ জন আর বি এন পি’র ১ জন কীভাবে এত কাজ করলো তাদের নেটওয়ার্কইং ব্যবস্থার তারিফ করতে হয়... আপনি কি বলেন ?
উত্তর ঃ এত কথা বলার সময় নেই …… জয় বাংলা ………জয় বাংলা……।।
৩য় ব্যাক্তি ঃ (বন্ধু)
প্রশ্নঃ দোস্ত শাহ্বাগ যাচ্ছিস কেন ? সমাবেশে যোগ দিতে নিশ্চয়ই ?
উত্তরঃ হ্যাঁ, সমাবেশে যোগ দিতে ।
প্রশ্নঃ ছাত্র হিসেবে সমাবেশ সম্পর্কে তোর অভিব্যক্তি কি ?
উত্তরঃ আসলে আমি বেশি কিছু বলতে চাইনা আমার এসবে মোটেও আগ্রহ নেই কিন্তু হলে থাকতে হলে...... বুঝতেই পারছিস ...... দেরি হয়ে যাচ্ছে দোস্ত পরে কথা হবে।
বিষয়: রাজনীতি
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন