সংলাপ
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ মহসিন ১৭ নভেম্বর, ২০১৩, ০৭:২৬:২৫ সন্ধ্যা
অনেকেই সংলাপের জন্য এখনো সামনে তাকিয়ে আছেন কিন্তু আমি পেছনে তাকিয়ে আছি সংলাপের কথা শুনলেই আবিদের উপ্রেফেলা রক্তচক্ষু আমার দিকে তাকিয়ে থাকে নোমানী মাসুদদের ক্ষতবিক্ষত দেহ নারে তাকবীর স্লোগানে লাশের মিছিল নিয়ে আসতে দেখি
ভাসতে থাকি আমার নিজ বাঙ্গালীর রক্তগঙ্গায়
পুড়েফেলা পিলখনার রাইফেল হাতে কঙ্কাল সৈনিকরা বলে স্বদেশ রক্ষাই কি আমাদের দোষ ছিল?
আত্নাহুতি দেওয়া আত্না এসে বলে তোমাদের শেয়ার মার্কেটের কি খবর?
মা বউ নিয়ে একটু ভালভাবে বাচার সপ্ন নিয়ে বিনিয়োগ করা কি এখনো জুয়া খেলার মত পাপ নাকি নাকি পুন্নে পরিণত হয়েছে?
সিলিং ফেনের দড়িতে ঝুলতে থাকা নিথর দেহ বলে ধর্ষণের বিচার চাইতে গিয়ে ধর্ষিত হওয়া বোনের ভাইরা সকালে বেড টি দেয়া বোনটার হাত এত সহজে ভুলে গেলা, ভুলে গেছ আজ দেরি করে বাসায় ফেরার জন্য কে তোমাকে মায়ের বকুনি থেকে বাচাত......
কিসের এত তাড়া তোমাদের সংলাপ টাইটেলে কটা কথাইতো ?
কি কথা হবে সেখানে, আমার জায়গায় ভবিষ্যতে আর কতজনকে সিলিং ফ্যানটায় ঝুলবে এসব বুঝি ??
কার সাথে আপোষ তোমাদের ধর্ষিত বোনের ধর্ষকদের সাথে ???
পদ্মানদীর মাঝির গানে পেছনে ফিরে যাই
সে খুব আশা নিয়ে জিজ্ঞেস করে ভাই সেতু হবে কবে ??
পেছনে নিয়ে যায় বিস্বজিতের মায়ের আহজারি,
অশ্রুহীন ক্রন্দনে ছেলেকে জাগিয়ে তুলার ব্যর্থ প্রচেষ্টা।
ছেলেহারা মায়েদের আর্তনাদ বিধবার শাঁখা ভাঙ্গার আওয়াজ
এত বিস্বাদের ঝড় শঙ্কিত করেছে আমাকে
আমি ক্ষতিপূরণ চাই............
আমি কাঁটাতারে ঝুলা ফেলানিকে ফেলে কীভাবে সামনে যাই
সামনে যে আঠারো কোটি বাঙ্গালিকে ঝুলিয়ে মারার কাঁটাতার...
আঠারো কোটি বাঙ্গালির শান্তি নিয়ে কোন আপোষ হবেনা
আপোষ হয় মানুষে মানুষে...
মানুষ শুধু মানুষের সাথেই আলোচনা করতে পারে অন্য কিছুর সাথে না.........
বিষয়: রাজনীতি
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন