My Assumption on Savar Genocide(part-2):
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ মহসিন ০২ মে, ২০১৩, ১১:১৪:৫১ সকাল
ওগো তুমি কোথায় ? দ্রুত আসোনা প্লিজ ওরা আমার সিঁথির সিঁদুর মুছে ফেলতে চাইছে , চাইছে আমার হাতের শাঁখাজোড়া ভেঙ্গে ফেলতে সাথে নিয়েএসেছে সাদাসাড়ি আরও বলেআজ থেকে নিরামিষ খেতে হবে বলতো কি কলি যুগ আসলো তুমি বেঁচে থাকতে আমি কীভাবে এমন করবো ? দ্রুত আসো তারপর সবগুলাকে আমার সাথে এমন ব্যবহার করার মজা দেখাব। ওরা বলে আমি নাকিপাগল হয়ে গেছি আমি নাকি সত্যটা স্বীকার করতে পারছিনা, বাস্তবতা মানতে পারছিনা,আচ্ছা তুমিই বলতো সত্যটা কি? যে সিঁদুর দুদিন আগে আমার সিঁথিতে দিয়ে বলেছিলে এটাইআমার মাঝে তোমার চিহ্ন... তা আজ ৪৮ ঘণ্টা নাযেতেই কারো কথায় সারাজীবনের জন্য মুছেফেলতে হবে এ কেমন সত্য? কেমন বাস্তবতা? যে শাঁখাজোড়া হাতে পরিয়ে বলেছিলে এগুলোআমার মাঝে তোমারঅস্তিত্ব.....তা আজ ৪৮ ঘণ্টা না যেতেই কারো কথায় সারাজীবনের জন্যভেঙ্গে ফেলতে হবে এ কেমন সত্য? কেমন বাস্তবতা? অগ্নিদেবতাকে সাক্ষী করে আমাকে নিয়েসাতপাক ঘুরার সময় কথা দিয়েছিলে সাতজনমেও আমরা একসাথে থাকবো জন্ম জন্মান্তরে আমদেরকেউ আলাদা করতে পারবেনা আমদের বন্ধন চির অটুট থাকবে।এখন মাত্র ৪৮ ঘণ্টা না যেতেইসব নাকি ছিন্ন করতে হবে এ কেমন সত্য? কেমন বাস্তবতা???......
তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারনা তুমিএতটা নিষ্ঠুর হতে পারনা আমি জানি আমাদের বন্ধন চির অটুট থাকবে তা কখনো ছিন্ন হবারনয়, আমি এও জানি অগ্নিদেবতাও এতটা নির্দয় হতে পারেননা যিনি তোমাকে জন্ম জন্মান্তরেরজন্য দিয়ে দুদিন না যেতেই নিয়ে যাবেন । আমি ঠিকি আছি তাই কেউ এসব বাজে কথা বলতেআসলে তাড়িয়ে দেই।
তুমি যে আসলে কি নতুন বউ ঘরে রেখেকেউ এত দেরিতে বাড়ি ফেরে? আরে আমার এত সাড়ি গয়না লাগবেনা এত পরিশ্রম করতে হবেনাবিয়ের সময় বাবা যে দুখানা সাড়ি দিয়েছে তাতেই বছর দুয়েক চালিয়ে দিতে পারব আর আমারঅলঙ্কারতো তুমি। এত খাটা-খাটনি করতে হবেনা মাসে যে দু হাজার টাকা মাইনে পাও তাতেইসকালে পান্তা দুপুরে ভর্তা আর ডালভাত আর রাতে চিড়া-মুরিতে আমদের সুন্দরভাবে দিনচলে যাবে। তোমাদের মালিকটা নাকি খুব বদের হাড্ডি সারাদিন ফাটল ধরা বিল্ডিংয়েতোমাদের নাকি জোর করে কাজ করায় আমি বাবার সাথে কথা বলেছি এত ঝুকিতে কাজ করার দরকারনেই কনে পন হিসেবে যা পাবে তা দিয়ে টুকটাক ব্যবসাপাতি একটা শুরু করতে পারবে আর আমিপাশের বাড়িতে কাজ করবো তাহলে খুব ভালই চলতে পারব আমাদের আর পেছন ফিরে তাকাতে হবেনা......
জানো ওরা আমাকে পাগল বলে কিন্তু আজকালনাকিছু কোর্ট টাই সু পরা ভদ্রলোকবেশী পাগল বের হয়েছে কেউ ওদের দেখলে মনেই করবেনাওদের যে মাথায় সমস্যা আছে। আমাকে কি বলে জানো তুমি নাকি আর আসবেনা হাতে কয়টা টাটকানোট ধরিএ দিয়ে বলে একটু শব্দও করা যাবেনা সিদুর মুছে শাঁখা ভেঙ্গে কোথাও কাজে লেগেযেতে বা বাবার বাড়িতে চলে যেতে ওরা সম্পর্ককে টাকায় কিনতে চায় ওদের টাকা সাথেবাবার দেওয়া কিছু টাকা ওদের কপালে ছুরে বললাম ধর এই টাকা তোদের বউদের দিয়ে কোথাওকাজে লাগিএ দিস নাহলে বাপের বাড়িতে পাঠিয়ে দিস আর তোরা আমার স্বামীকে যেখানেপাঠিয়েছিস আমি তোদের সেখানে পাঠাবো বলে বটি নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি......
তুমি দ্রুত চলে আসো প্লিজ সত্যমিথ্যার যুদ্ধে আমি একা আর লড়তে পারছিনা... আমার বিশ্বাসটুকুই আমার কাছে চিরন্তনসত্যপুরো পৃথিবী আজ আমার কাছে মিথ্যা। পাগল হয়ে পৃথিবীতে না থেকে আমার বিশ্বাস আরতোমার প্রতিশ্রুতি অনুযায়ী একসাথেই চিরন্তন থাকবো হয় এপারে নয়তো ওপারে...... প্লিজফিরে আসো বা আমকে নিয়ে যাও প্লিজ আমকে নিয়ে যাও আমি পাগল না.........
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন