My Assumption on Savar Genocide (part-1):
লিখেছেন লিখেছেন মোহাম্মাদ মহসিন ২৯ এপ্রিল, ২০১৩, ১২:১৫:২৩ দুপুর
বাবা তুমি কোথায়? কালতো স্কুলের বেতন দেওয়ার শেষদিন,তুমিনা বলেছিলা সন্ধ্যার দিকেই কাজ শেষ করে ঘরে ফিরবা বেতন নিয়ে আসবা কালকের মধ্যে বেতন না দিতে পারলে স্যার বলেছে স্কুল থেকে নাম কেটে দিবে স্কুলের বেতনের কথা তুমিইতো আমার চেয়ে বেশি মনে রাখ কত রাত হয়ে গেছে তুমি আর আম্মুতো কাজ শেষ করে প্রতিদিন সন্ধায় ফির আজ এত দেরি হচ্ছে কেন আম্মু বলেছিল আজকে তোমরা আসার সময় আমার জন্য একটা লাল জামা নিয়ে আসবা জেটা গায়ে দিয়ে কাল আমি তুমি আম্মু ভাইয়া আপু আমরা সবাই শিশুপারক,চিরিয়াখানা আরও কত জায়গায় ঘুরতে যাব। তোমারা বুঝি আমার জামা কিনতে গিয়েই এত দেরি করছ আচ্ছা বুঝলাম তোমরা কেনাকাটা করছ ভাইয়া আপু এত দেরি করছে কেন আমার একা ঘরে খুব ভয় লাগছে। ভাইয়া বলেছিল আমাকে সাইকেল কিনে দিবে আর ভাইয়া আর আপু নাকি এখন থেকে আমার সব পড়ার খরচ চালাবে আমাকে জর্জ ব্যারিস্টার বানবে যাতে আপুর বাটপার স্বামীটার বিচার করতে পারি আর আমরা সবাই যাতে ইটের ঘরে পাখার বাতাসে আর লাইটের আলোয় থাকতে পারি। তাই তারা ওভার টাইম না কি জানি করবে বলছিল আর এটা করলে নাকি আসতে দেরি হয়।আচ্ছা ওভার টাইম কি? কখন শেষ হয়? এত রাত লাগে কেন? ভাইয়া আপু তোমারা চলে আসো আমার সাইকেল লাগবেনা বাজারের চা দোকানে একটু একটু কাজ করলে আমার স্কুলের বেতন মালিক দিয়ে দিবে তবু আমরা রাতে একসাথে ভাত খাব সবাই সবার মুখ দেখে ঘুমাব।আব্বু আমি স্যারকে বুঝিয়ে বলবো তোমার মালিক তোমাকে বেতন দেয়নি তুমি চিন্তা করোনা যখন বেতন পাও তখন দিও তবু দ্রুত চলে আসো আম্মু আমার লাল জামা লাগবেনা আমি তোমার সুইসুতা দিয়ে জামার ছেঁড়া অংশটুকু সেলাই করে ফেলেছি কাল এটা দিয়েই আমি তোমাদের সাথে ঘুরতে যেতে পারব তোমরা দ্রুত আসো। জানো পাড়ার সবাই আমাকে ধরে কান্নাকাটি করছে বলছে তোমরা নাকি আর আসবেনা, আমি তাদেরকে বলে দিয়েছি আমার আব্বু আম্মু ভাই বোন আমার সাথে কখনো মিথ্যা বলেনা আব্বু আমার স্কুলের বেতন নিয়ে আসবে আমাদের সবাইকে নিয়ে কাল ঘুরতে যাবে আম্মু আমার জন্য লাল জামা নিয়ে আসবে ভাইয়া আপু সাইকেল আর পড়ার খরচের জন্য দেরি করে আসবে। ওরা আমকে ভয় লাগাচ্ছে তোমরা আসলে তখন সবাইকে ভেঙ্গাবো একটু দ্রুত আসোনা প্লিজ।জানো আর কি হয়েছে, কয়জন বলছে তোমাদের মালিকের নাকি অনেক টাকা দরকার তাই তোমাদের জোর করে ফাটা বিল্ডিংয়ে কাজ করাচ্ছে আমার মাটির ব্যাংকটাতেনা অনেক পয়সা জমিয়েছি তোমাদের মালিককে দিতে পারবে তবু বোলো যাতে তোমাদের ভালো জায়গায় কাজ করায়।
আবার কি হয়েছে জানো, কয়টা কোর্ট টাই পরা লোক এসে একটা কাগজ দিয়ে বলল এই টাকা রাখ তোর সবাইকে ছাড়াই অনেকদিন চলতে পারবি তোর কেউ ফিরেনি সে ব্যাপারে কাউকে কিছু বলতে পারবিনা। আমি টিফিনের কিছু টাকা বইয়ের মাঝে জমিয়েছিলাম সেগুলো আর কাগজটা তাদের দিয়ে বললাম তোমাদের টাকা লাগবেনা বরং আমার পানি খেয়ে খুদা মিটিয়ে বাঁচানো টাকাগুলো নাও তবু আমার বাবা মা ভাই বোন কে এনে দাও.........
আব্বু, আম্মু ভাইয়া আপু তোমরা দ্রুত ফিরে আসো রাত শেষে ভোর হয়ে গেছে ওভারটাইম বুঝি এখনো শেষ হয়নি ? আমাদেরতো আজ ঘুরতে যেতে হবে…… আমি কথাও ঘুরতে যাবনা আমার স্কুলের বেতন লাগবেনা লাগবেনা আমার সাইকেল আমি তোমাদের সাথে কাজে যাব একসাথে সারাদিন কাজ করবো আবার একসাথে ফিরব একসাথে খাব একসাথে ঘুমাবো আবার একসাথে ঘুম থেকে উঠবো তবু তোমরা ফিরে আসো নাহয় প্লিজ আমকে তোমাদের কাছে নিয়ে যাও... ওরা বলে আমি নাকি এতীম আমার নাকি কেউ নেই...... আমার সবাই আছে, প্লিজ আমাকে তোমাদের কাছে নিয়ে যাও ..........................
বিষয়: বিবিধ
২২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন