চলমান সঙ্কট ও মিডিয়ার অপতত্পরতা:
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আলম ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫৭:৫৬ সকাল
চলমান সঙ্কট ও মিডিয়ার অপতত্পরতা:
দেশের বিরাজমান সঙ্কট উত্তরণের পক্ষে নুন্যতম ভূমিকা রাখতে বার্থ মিডিয়া সরকারের দমন নিপীড়নের অপতত্পরতাকে সমর্থন দিয়েই যাচ্ছেন প্রতিনিয়ত...!
মানুষের মৌলিক চাহিদার প্রতি লক্ষ না রেখে তাদের প্রভুদের সান্নিধ্য লাভের আশায় পা চাটা গোলামিতে বাস্ত তারা..!
রাজনৈতিক মাঠে বিরোধী শক্তির ওপর পুলিশ ও ছাত্র লীগ এর যৌথ সশস্র আক্রমনে সারাদেশে অসংখ জামায়াত শিবিরের নেতা কর্মীকে নির্মম ভাবে প্রাণ দিতে হয়..
শুধুমাত্র গুলি করে প্রাণ কেড়ে নিয়ে ই তারা ক্ষান্ত নন, লাশের চোখ উপড়ে ফেলে রাখে যান,
এমন আচরণ কোন অসভ্য জাতির কাছে ও আশা করা যায় না ....
আমাদের মিডিয়া গুলোতে কেন এসব খবর স্থান পায় না ....
দিগিন্তের ওপর পুলিস আর পাহারায় ছাত্র লীগের অগ্নি সংযোগ...
ইসলামী ব্যাঙ্ক আর এটিএম বুথ এ ছাত্র লীগ এর অগ্নি সংযোগ...
সাহাবাগ এর অগ্নি কন্না খাত লাকির ওপর ছাত্র লীগ আর আক্রমন ..
মিডিয়া তে স্থান পায় ......!!!
ছাত্র লীগ ও পুলিশের..টিয়ার সেল, জল কামান, কাদানি গ্যাস, রবার বুলেট , সাউন্ড গ্রেনেড, পিপার স্প্রে, স্প্রিং স্টিক এর বিপরীতে ছাত্র শিবিরের ছুড়ে দেয়া একটি ছোট্ট ইটের টুকরো মিডিয়ার কল্যাণে হয়ে যায় ''ককটেল''..!
সরকারের চলমান নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের এই আন্দোলন মিডিয়ার চোখে চোরা গুপ্ত হামলা...!
আমরা কি কখনোই পাবোনা একটি নিরপেক্ষ দেশপ্রেমিক মিডিয়া....
Source:
Mohammed J Alam
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন