মুসলিম তুমি আজ বড় অসহায়
লিখেছেন লিখেছেন জিসান ০২ আগস্ট, ২০১৪, ০৫:২৬:৫৬ বিকাল
মুসলিম তুমি আজ বড় অসহায়
মারছে ওরা আজ সবাই তোমায়।
তুমি তো ছিলে সিংহের জাতি
আজ কেন তোমার এই পরিনিতি?
ভাসছ আজ তুমি রক্তের দরিয়ায়
দেখছ তুমি আজ হয়ে নিরুপায়।
এখনও কি সময় আসেনি ভাবার
এখনও কি সময় হয়নি জাগার
ঐ দেখ আসছে ধেয়ে হায়নায়
তার পরেও কি রবে তদ্রায়?
ইসলামী সংগীত
৩১,০৭,২০১৪
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাত ভুলে যায় নিজে,
ভেড়ার সাথে চষে বেড়ায়
ভেড়ার শাবক সেজে!
কিল ঘুষি আর লাত্তি সদা
ভাগ্যে জুটে তার
সিংহের গায়ে ভেড়ার গুতো
নযির মেলা ভার!
একদিন এক সিংহ এসে
দেখল কাণ্ড খানা!
মেষের সাথে ঘুরে বেড়ার
তাগড়া সিংহ ছানা!
চুপিসারে বলে দিল,
সিংহ শাবক তুই
এবার বাচা জাত চিনিল
ঘুম ভাঙাল ভাই।
মুমিন তোমায় ডাক দিয়ে যাই
তোমায় চিনো নিজে
তবে বিশ্ব চিনবে তোমায়
মুসলিম জাতি কি-যে!
মন্তব্য করতে লগইন করুন