তে পারে এইদিন শেষ দিন আমার তরে।

লিখেছেন লিখেছেন জিসান ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০৫:১৬ রাত

হতে পারে

এইদিন শেষ দিন

আমার তরে।

হতে পারে একটু পরে

পড়বে কান্নার রোল

আমার ঘরে।

হতে পারে একটু পরে,

বড়ই পাতার জলে

গোসল দিবে মোরে।

হতে পারে একটু পরে,

জানাজা পড়তে আমার

সবাই রবে ঘিরে।

হতে পারে একটু পরে

অন্ধ মাটির ঘরে

এই দেহ রবে পড়ে।

হতে পারে দুদিন পরে

জন্মাবে বৃক্ষ লতা

আমার কবরের উপরে।

জিসান আমহেদ

১৯,০২,২০১৩

ইটালি

বিষয়: বিবিধ

১১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File