শহীদের রক্তমাখা মুখ দেখে বন্ধু তুমি কেঁদো না।
লিখেছেন লিখেছেন জিসান ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০৪:০৪ দুপুর
শহীদের রক্তমাখা মুখ দেখে
বন্ধু তুমি কেঁদো না,
যেনে নিও তুমি যেনে নিও
শহীদেরা কভু মরে না।
ওরা তো সবুজ পাখী হয়ে
জান্নাতে উড়ে,ঘুরে,
মহান রবের তরফ থেকে
নিত্য আহার করে।
ওদের মরন হবে না
এ তো প্রভুর ঘোষণা।
ওরা তো বেঁচে রবে ভবে
হয়ে অনুপ্রেরনা,
ওদের ত্যাগেই উড়বে একদিন
বিজয় নিশানা।
ও পথ ধরে যেতে চাই
ও পথ হোক ঠিকানা।
সংগীত
জিসান আহমেদ
১৪,০২,২০১৩
ইটালি
বিষয়: বিবিধ
১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন