জালিমের রক্ত চক্ষু দেখে তুমি ভয় পেয়না
লিখেছেন লিখেছেন জিসান ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪৬:৩৩ রাত
জালিমের রক্ত চক্ষু দেখে
তুমি ভয় পেয়না,
হায়নার তাণ্ডব লীলা দেখে
তুমি ভেঙে পড়না।
তুমিতো মুমিন
তোমার বিজয় হবে একদিন
তুমি হতাশ হইওনা
তুমি নিরাস হইওনা।
মুমিন তো ভয় পায়
শুধু আল্লাহকে,
জীবন বিলিয়ে দেয়
সে হাসি মুখে।
শহীদি তামান্না
মনে থাকে বাসনা।
ইমানের উপর অবিচল
টিকে থাকা,
যেন জলন্ত অগ্নি কনা
হাতে রাখা
তুমি কি জান না
ইতিহাস দেখ না?
সংগীত
জিসান আহমেদ
১৩,০২,২০১৩
ইতালি
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন