ঘুড়ি
লিখেছেন লিখেছেন জিসান ১৫ জুন, ২০১৩, ১২:১৬:০৬ রাত
ঘুড়ি, ঘুরি ঘুরি
একদিন নাটাই ছেড়ে
যাবে উড়ি।
জানি ঘুড়ি একদিন যাবে উড়ে
তবুও কত আয়োজন ঘুড়িকে গিরে।
যেদিন ঘুড়ি যাবে উড়ি,
ভেঙে যাবে সব সপ্নের সিঁড়ি।
ঘুড়িহীনা নাটাইর কি দাম আছে
ঘুড়িহীনা নাটাই লাগবে না কোন কাজে।
যেদিন ঘুড়ি যাবে উড়ি,
মাটির ঘরে নাটাইর বসতবাড়ি।
জিসান আহমেদ
১৪,০৬,২০১৩
ইটালি
বিষয়: বিবিধ
১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন