কুড়ি লক্ষ লোকের কাছে ইসলাম তুলে ধরা আধুনিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ দায়ী ইলাল্লাহ'র আত্মকথন - একটি প্রশ্ন।

লিখেছেন লিখেছেন হককথা ০৭ জুন, ২০১৬, ১০:১৫:১১ রাত



‘প্র্যাকটিক্যাল মুসলিম হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দিতে শুরু করবো সাধারণ মানুষের মাঝে। আল্লাহর দয়ায়, আমি ২০ লাখ আমেরিকানকে ইসলামের আলোয় আলোকিত করতে পেরেছি। আমার বাৎসরিক আয় (প্রায় ২০ কোটি ডলার) ইসলামের পথে ব্যায় করতে শুরু করলাম। আমার স্ত্রী কিংবা সন্তানদের এর উত্তরাধিকারী বানাইনি।

আমি আমার বাড়িকে একটি বৃহৎ মসজিদ এবং কোরানিক শিক্ষার সেন্টাররূপে রূপান্তর করি। এর পাশাপাশি আমি শিকাগোতে আমেরিকার সর্ববৃহৎ মসজিদ তৈরীর কাজ শুরু করি। যেটা হবে আবার ইসলামিক সেন্টার। তখন থেকেই আমি আমেরিকান মুসলিমদের মাঝে ফ্রি ইসলামিক বই বিতরণ শুরু করি।

একসময় আমি বৃদ্ধ হবো এবং মৃত্যুও বরণ করবো। তার আগে আল্লাহ আমাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানিয়েছেন। এমনকি বিশ্বের অন্যতম সুপরিচিত মানুষে পরিণত করেছেন। আমি যেন আমার এই অসাধারণ জনপ্রিয়তাকে আল্লাহর পথেই ব্যায় করতে পারি। আমি যেন ইসলামের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। একই সঙ্গে যেন অন্যায়, অনাচার, জুলুম-নির্যাতন, মাদকাশক্তি, ড্রাগস এবং বেশ্যাবৃত্তির বিপক্ষে লড়াই করতে পারি।’

জানেন কী বিষ্ময়কর এই দায়ী আলাল্লাহ কে ছিলেন? তিনি আর কেউ নন, তিনি প্রখ্যাত মুষ্ঠিযোদ্ধা; মরহুম মুহাম্মদ আলী। আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে রাখুন। আমিন।

তারাবি আট রাকাত না বিশ রাকাত, প্রিয় রাসুলুল্লাহ সা: নুরের তৈরী না মাটির? মিলাদের সময় দাঁড়াতে হবে ? না হবে না, নামাজের সময় হাত কী নাবীর উপরে না নীচে বাঁধতে হবে? জামাত-শিবিরের রাজনীতির সাথে জড়িত, এমন লোকের ঈমান আছে কী নেই? এত্তসব জটিল সমস্যা নিয়ে রাত দিন বাহাসে লিপ্ত আমাদের 'পীর' 'মাশায়েখ' 'আল্লামা' 'হযরাতুল আল্লাম' দেওয়ানবাগী, কুতুববাগী, তথাকথিত আশেকে রাসুল, জাকের মঞ্জিল, এরকম নামে বেনামে আরও কত ধান্দা মঞ্জিলের নীচে বসে বসে জান্নাতর টিকিট বিক্রিতে ব্যস্ত ধান্দাবাজদের কাছে জানতে ইচ্ছা করছে, তারা কী বাণী শোনাবেন আমাদের?

বিষয়: বিবিধ

১৮০৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371306
০৮ জুন ২০১৬ রাত ১২:১১
দ্য স্লেভ লিখেছেন : আলহামদুলিল্লাহ
০৮ জুন ২০১৬ রাত ১২:৩৩
308120
হককথা লিখেছেন : আলহামদুলিল্লাহ। পড়েছেন এবং মন্তব্য করেছেন, সে কারণে ধন্যবাদ।
371328
০৮ জুন ২০১৬ রাত ০১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
০৯ জুন ২০১৬ রাত ১২:৫৩
308266
হককথা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ সময় করে পড়া ও মন্তব্যের জন্য।
371335
০৮ জুন ২০১৬ রাত ০২:৫০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
যথার্থ বলেছেন, সহমত
জাযাকাল্লাহ
০৯ জুন ২০১৬ রাত ১২:৫৪
308267
হককথা লিখেছেন : বারকাল্লাহু লাকা ওয়া লি ইয় আখি আল কারিম।
371356
০৮ জুন ২০১৬ সকাল ১০:০৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় বড় ভাই। আপনার লিখাটি পড়ে আমাদের আলীর সম্পর্কে অনেক অজানা গুরুত্বপূর্ণ তথ্য জানা হল মাশাআল্লাহ।

সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০৯ জুন ২০১৬ রাত ১২:৫৪
308268
হককথা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ সময় করে পড়া ও মন্তব্যের জন্য।
371381
০৮ জুন ২০১৬ দুপুর ০১:১১
বিবর্ন সন্ধা লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته

উনার বিষয়ে শুধু জানতাম যে, উনি সেরা মোষ্ঠিযুদ্ধা ছিলেন, ইসলাম গ্রহনের জন্য উনার নাগরিকত্ব বাতিল করে দেয়া হয়েছিল, বাংলাদেশ উনাকে নাগরিকত্ব দিয়েছিল,
কিন্তু উনার মৃত্যুর পর, এত অজানা তথ্য জানলাম যে, অবাক হতে হয়।
জাযাকাল্লাহ
০৯ জুন ২০১৬ রাত ১২:৫৫
308270
হককথা লিখেছেন : বারকাল্লাহু লাকা ওয়া লি ইয়া আখি আল কারিম।
371413
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:০৮
হতভাগা লিখেছেন :
একই সঙ্গে যেন অন্যায়, অনাচার, জুলুম-নির্যাতন, মাদকাশক্তি, ড্রাগস এবং বেশ্যাবৃত্তির বিপক্ষে লড়াই করতে পারি।’



উনার জীবদ্দশায় বুশ - ওবামা মিলে মধ্যপ্রাচ্যকে তামা তামা বানিয়েছে । ফিলিস্তিনের যে কোন ব্যাপারে ইসরায়েলের নিপীড়নকেই সমর্থন করেছে তার দেশ । গুয়ানতানামো বে আর আবুগ্রাইভ কারাগারের অস্থির কাহিনীও উনার জীবদ্দশাতেই হয়েছে ।

এসময়ে উনার কি ধরনের একটিভিটি ছিল (যেহেতু উনি ছিলেন আইকনিক একজন ফিগার) ?
০৯ জুন ২০১৬ রাত ১২:৫৭
308272
হককথা লিখেছেন : এ বিষয়টি আমার জানা নেই। জানা নেই বলে আমি অযথা কোনো রকম ধারনা পোষণ করতে চাই না। এতটুকু জানি যে, বিগত প্রায় একটি দশক না হলেও প্রায় কাছাকাছি সময় অসুস্থবস্থায় তিনি প্রায় শয্যাশায়ী/গৃহঅন্তরীণ সময় কাটিয়েছেন।
১০ জুন ২০১৬ রাত ০৯:৩৫
308385
হতভাগা লিখেছেন :


ছবি দেখে কি মনে হয় - আলী মুসলমান হলেও তিনি কি পরিবারকে ইসলামের ছায়াতলে এনেছিলেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File