আস্তাকুঁড়-ই ঠিকানা আবু জেহেল, আবরাহার!

লিখেছেন লিখেছেন হককথা ০৫ মার্চ, ২০১৫, ০৩:২৫:৫৬ রাত



দেখোনি কী তুমি সীমাহীন-

দম্ভ, গর্ব আর অহংকার?

পাইক-পেয়াদা, সোনা-দানা-

কত সেনা, কত সাজ, কত সম্ভার!

শোনো নি কী তুমি দামামা রণের?

দেখোনি কী তুমি যাত্রা আবরাহার ?



দেখোনি কী তুমি আবাবিল আকাশে?

দেখোনি কী ছুটে আসা ঝাঁকে ঝাঁকে প্রস্তর?

শোনোনি কী তুমি ক্রন্দন মৃত্যুর-

বিচ্ছেদের বিলাপ মরুর বাতাসে?

দেখোনি তেরোটা হাতির কী বিভৎস কারবার!



তোমার সে প্রভু, তিনি রহিম, তিনিই রহমান-

আজও তিনি মালিক ঐ ক্বাবার-

সদা জাগ্রত, চিরঞ্জীব, চির মহিয়ান-

তোমার তবে শংকা কিসে? কী আছে হারাবার?

কেনই বা তুমি রইবে পড়ে পিছে?

মরীচিকা এ জীবনের হাতছানিতে মিছে-

কেনই বা তুমি নোয়াবে এ শীর?

ভীরুর মত খুঁজবে পথ পালাবার?



জানো না কী তুমি এ বিশ্বটা বীরের!

এখানে সবকিছু আলী, ওমর আর হামজার!

রক্ত, ঘামের মাঝে দেখা মেলে জান্নাতের!

আস্তাকুঁড়েই ঠাই হয় আবু জেহেল, আবরাহার!

বিষয়: বিবিধ

১৫০৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307291
০৫ মার্চ ২০১৫ রাত ০৪:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ মার্চ ২০১৫ দুপুর ১২:৫১
248602
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও পড়া ও মন্তব্যের জন্য।
307338
০৫ মার্চ ২০১৫ দুপুর ০২:৩০
সালাম আজাদী লিখেছেন : সূরা ফীলের পুরো তাফসীর টাই এবার কবিতায় চলে এলো। দারুন। কুরআনিক স্টাইল আলমাহমুদ সাহেব কিছু কবিতায় ফলো করেছিলেন। বেশ বাজার পেয়েছিলো। আপনার চেষ্টাটাকেও স্বাগত জানাচ্ছি। আপনার মত কবি হলে আমি ও কবিতা লিখতাম। কবিতায় বাঁধ ভাংগা জোয়ার তোলা যায়। গদ্যের ভাষণ থাকে কেমন মৃদ-মন্দ গতিতে।
০৫ মার্চ ২০১৫ দুপুর ০২:৪১
248627
হককথা লিখেছেন : : 'আপনার মত কবি হলে আমি ও কবিতা লিখতাম ' Crying Crying Don't Tell Anyone Don't Tell Anyone phbbbbt phbbbbt
307501
০৬ মার্চ ২০১৫ দুপুর ০২:২০
আফরা লিখেছেন : দারুন সুন্দর হয়েছে চাচাজান । জাজাকাল্লাহ খাইরান চাচাজান ।
০৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
248761
হককথা লিখেছেন : তোমাকে অনেক ধন্যবাদ মা মনি, পড়েছো দেখে ভালো লাগেলা।
332435
২৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৫৯
কুয়েত থেকে লিখেছেন : কবি সাহেব আপনার চেষ্টাটাকে স্বাগত জানাচ্ছি। আপনার মত কবি হলে আমি ও লিখতাম ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File