এসো, চেতনার এই বহ্নোৎসবে এসো।
লিখেছেন লিখেছেন হককথা ২৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৪৭:১১ বিকাল
এখানে চেতনার চিতা জ্বেলেছি দেখো-
এসো, তুমিও এসো, ঢেলে যাও কিছুটা তেল-
কিছুটা ঘি। দিয়ে যাও কিছুটা বাতাসও।
জ্বলে উঠুক। জ্বলে উঠুক দাউ দাউ-
পুড়ে ভস্ম হোক আস্থা, প্রেম-ভালোবাসা,
শ্রদ্ধা আর বিশ্বাসের প্রাচীরগুলো!
একাকার হয়ে যাক সব,
সত্য-মিথ্যা, মন্দ-ভালো সব!
পশুত্বের সাথে মিশে যাক মানবতা।
হিংস্রতাই হোক অধিকার!পাপই হোক পূণ্য!
শ্লীলতার বস্ত্রহরণেই হোক শ্রাদ্ধ মহান মানবতার!
এখানে চেতনার চিতা জ্বেলেছি দেখো-
এসো, তুমিও এসো। দেশলাই, খড় কুটো, পেট্রোল হাতে এসো।
দারুণ হবে চেতনার বেদীতে প্রোজ্জলমান দেখতে-
কৃষকের হাসি, কৃষাণীর মাথার আঁচল!
দারুণ দেখাবে আগুনের শিখায় মা'র পোড়া মূখ!
মানাবে বেশ লাল আগুনে বোনের লাল বেনারসী,
ভাই 'র অঙ্গার দেহখানা, বাবার কুঁজো শরীর।
সেলুলয়েডে মনোহরী রুপ নেবে পোড়া গীর্জা,
মসজিদ, মন্দীর, আর প্যাগোডার তীক্ষ্ণ চুড়োগুলো!
কী চমৎকার নিউজ টিভির পর্দায়! ব্রেকিং নিউজ!
এসো, তুমিও এসো, চেতনার এই বহ্নোৎসবে এসো।
একটুখানি বাতাস তুমিও দিয়ে যাও!
জ্বলে উঠুক। আরও জ্বলুক, দাউ দাউ করে জ্বলুক!
সাতচল্লিশ জ্বলুক, বাহান্নো জ্বলুক, উনসত্তর জ্বলুক,
একাত্তরও জ্বলে যাক!
ছাপান্ন হাজার বর্গমাইলের বদ্বীপ জ্বলুক!
এখানে মসজিদ, মন্দীর জ্বলে জ্বলে-
মুসল্লী, পুজারী, আর ব্যাপারীর চেতনাটাই কেবল টিকে থাক!
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন