আকাশে এখন আর চাঁদ ওঠে না!
লিখেছেন লিখেছেন হককথা ২৯ জানুয়ারি, ২০১৫, ১০:০০:০৪ রাত
এখানে সূর্য ডোবে, রাতও নামে-তবে জোস্না দেয় না চাঁদ।
কেউ আর রাত জেগে জোস্না দেখে না। প্রেমিক তার প্রেয়সীর হাত ধরে বলে না;
কে বেশি সুন্দর? ঐ চাঁদ? না, তুমি?
এখানে রাত নামে। শুনশান নীরব রাত!
খোকা চাঁদ মামার গল্প শোনার অপেক্ষায় থেকে থেকে ঘুমিয়ে যায়,
তার গল্প শোনা হয় না।
মা'র মুখ যেন ঘোর আমাবশ্যা! ওখানে জোস্না নেই, চাঁদ নেই।
চাঁদছাড়া কী চাঁদমামার গল্প জমে? এখানে কোনো গল্প নেই!
এখানে রাত নামে। শুনশান নীরব জোস্নাহীন রাত!
শ্বাপদেরা ছুটে বেড়ায় জনপদে, সত্য-সুন্দরের সন্ধানে!
বাদুরের মত চষে বেড়ায়, গাছে গাছে না। ঘর থেকে ঘর-
শকুনের অন্ন জোগাতে!
আকাশে ভন ভন উড়ে ঝাঁকে ঝাঁকে শকুন-
দাদী মুরগীর জন্য খুদ ছিটিয়ে দিতেন-
ওরা ছিটিয়ে দেয় সত্য, সুন্দরের শব-
ঘাট-মাঠ, খাল-বিল, নদী-নালায়,
সুন্দরের শব! চাঁদমুখওয়ালা শব!!
হায়! এই চাঁদমূখ দেখতেই মা রাত জাগেন-
স্ত্রী কান পেতে থাকে দরজা পানে-
বৃদ্ধ বাবা শুকনো চোখে গোনে কখন ভোর হবে?
কচি শিশুরা, চাঁদমূখী শিশুরা ঘুম ভেংগে চাঁদ খোঁজে!
হায়! আকাশে এখন আর চাঁদ ওঠে না!
বিষয়: বিবিধ
২২০৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
আপনি পড়েছেন দেখে ভালো লাগলো।
এখনো সেখানে খুঁজে পাই স্নিগ্ধ রাতের ঝিলিমিলি
বিশ্বাষ করি, সে আলো ছুঁয়ে যায় খুব কম মানুষের বিবেক।
ওস্তাদের মাইর শেষ রাতে, কথাটা আবারও সত্য প্রমাণ করলেন। গোবরভরা এ মাথায় এত সুন্দর বাক্য আর উপমাটা আসে নি! কী আর করবো বলুন। আপনাকে অনেক ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।
মন্তব্য করতে লগইন করুন