আকাশে এখন আর চাঁদ ওঠে না!

লিখেছেন লিখেছেন হককথা ২৯ জানুয়ারি, ২০১৫, ১০:০০:০৪ রাত



এখানে সূর্য ডোবে, রাতও নামে-তবে জোস্না দেয় না চাঁদ।

কেউ আর রাত জেগে জোস্না দেখে না। প্রেমিক তার প্রেয়সীর হাত ধরে বলে না;

কে বেশি সুন্দর? ঐ চাঁদ? না, তুমি?

এখানে রাত নামে। শুনশান নীরব রাত!

খোকা চাঁদ মামার গল্প শোনার অপেক্ষায় থেকে থেকে ঘুমিয়ে যায়,

তার গল্প শোনা হয় না।

মা'র মুখ যেন ঘোর আমাবশ্যা! ওখানে জোস্না নেই, চাঁদ নেই।

চাঁদছাড়া কী চাঁদমামার গল্প জমে? এখানে কোনো গল্প নেই!

এখানে রাত নামে। শুনশান নীরব জোস্নাহীন রাত!

শ্বাপদেরা ছুটে বেড়ায় জনপদে, সত্য-সুন্দরের সন্ধানে!

বাদুরের মত চষে বেড়ায়, গাছে গাছে না। ঘর থেকে ঘর-

শকুনের অন্ন জোগাতে!

আকাশে ভন ভন উড়ে ঝাঁকে ঝাঁকে শকুন-

দাদী মুরগীর জন্য খুদ ছিটিয়ে দিতেন-

ওরা ছিটিয়ে দেয় সত্য, সুন্দরের শব-

ঘাট-মাঠ, খাল-বিল, নদী-নালায়,

সুন্দরের শব! চাঁদমুখওয়ালা শব!!

হায়! এই চাঁদমূখ দেখতেই মা রাত জাগেন-

স্ত্রী কান পেতে থাকে দরজা পানে-

বৃদ্ধ বাবা শুকনো চোখে গোনে কখন ভোর হবে?

কচি শিশুরা, চাঁদমূখী শিশুরা ঘুম ভেংগে চাঁদ খোঁজে!

হায়! আকাশে এখন আর চাঁদ ওঠে না!

বিষয়: বিবিধ

২২০৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302090
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৩
শেখের পোলা লিখেছেন : 'চক্রবত পরিবর্তন্তে দুখঃ নিচঃ সুখঃ নিচঃ'
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩৩
244356
হককথা লিখেছেন : আপনি সময় করে পড়েছেন বলে আপনাকে অনেক ধন্যবাদ।
302099
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩০
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩৩
244357
হককথা লিখেছেন : আপনাকেও অনেক ফুলেল শুভেচ্ছা।
302108
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৫ রাত ১১:৪৯
244360
হককথা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও পড়েছেন বলে।
302117
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:০২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আকাশে চাঁদ উঠেনা ক্যান? আপনার আল্যায় কি করে? কুন(হও) বল্লেই তো হয়ে যায়, নাকি??
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০২:৫৫
244386
আকবার১ লিখেছেন : @মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
302129
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৬
লজিকাল ভাইছা লিখেছেন : আপনার পোষ্টটি পড়ে মন খারাপ হয়ে গেল। প্রত্যাশিত চাঁদ মামার আলোয় আলোকিত হওয়ার প্রত্যাশায় থাকলাম।
৩০ জানুয়ারি ২০১৫ রাত ০১:১৯
244366
হককথা লিখেছেন : আপনার মন খারাপ হতে দেখে কষ্টই পাচ্ছি। তবে আপনার সাথে আমিও আশাবাদী। ইনশাআল্লাহ শীঘ্রই চাঁদ উঠবে, জোস্নাও ছড়াবে।
302147
৩০ জানুয়ারি ২০১৫ সকাল ০৫:৫৪
sarkar লিখেছেন : পোষ্ট পড়ে যতটুকু ভাল লাগল তারচেয়ে বেশি খারাপ লাগল।কারণ এই পোষ্টে মুক্তি যুদ্ধের কণ্যা নামক কুকুরের মন্তব্য এসেছে।যেখানে মহান আল্লাহ কে কটুক্তি করা হয়েছে।
৩০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
244441
হককথা লিখেছেন : তাকে উপেক্ষা করুন। 'ওয়া ইবাদুর রাহমানাল্লাজিনা -- -- ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা' অথবা 'ফাহজিরহুম হাজরান জামিলা'এর উপরে আমল করা উচিত আমাদের।

আপনি পড়েছেন দেখে ভালো লাগলো।
302195
৩০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৮
সালাম আজাদী লিখেছেন : চাঁদ ওঠে, এখনো বিলায় শাদা নূর।
এখনো সেখানে খুঁজে পাই স্নিগ্ধ রাতের ঝিলিমিলি
বিশ্বাষ করি, সে আলো ছুঁয়ে যায় খুব কম মানুষের বিবেক।
৩০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
244442
হককথা লিখেছেন : ' চাঁদ ওঠে, এখনো বিলায় শাদা নূর। '
ওস্তাদের মাইর শেষ রাতে, কথাটা আবারও সত্য প্রমাণ করলেন। গোবরভরা এ মাথায় এত সুন্দর বাক্য আর উপমাটা আসে নি! কী আর করবো বলুন। আপনাকে অনেক ধন্যবাদ পড়া ও মন্তব্যের জন্য।
৩০ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
244452
সালাম আজাদী লিখেছেন : ওরে বাবারে, ভাইজান, আমি আপনার ভীষণ ভক্ত। শুধু কি আমি, পরিবার ও আছে
332427
২৯ জুলাই ২০১৫ দুপুর ০১:৩৬
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File