এ বুড়োদের হাত ধরেই বিজয় আসবে। আসবেই।
লিখেছেন লিখেছেন হককথা ১০ নভেম্বর, ২০১৪, ১২:১১:২৫ রাত
এ বুড়োরাই আমাদের অহংকার,
আমাদের র্গব।
আর তরুণেরা?
ওরা তো ফেসবুকে,
ঢুলু ঢুলু চোখে ধুঁকছে আর ধুঁকছে।
রাতভর ধুঁকছে !
আমাদের যুবকেরা ?
ওরা বেঘোরে শীশার নল চুষছে;
নেশার অজানা ঘোরে, ফুঁকছে তো ফুঁকছে!
ওরা চেতনার ছেঁড়া ত্যানাকে প্রিয়তমার-
আঁচল বানিয়ে তারাই ছায়ায় নিদ্রামগ্ন!
ওরা নীল নয়না কেশবতীর কালো কেশে
জনমের মত গেছে ফেঁসে!
ওরা আসবে না।
ওরা আর জাগবে না!
এই পক্ককেশ বুড়োরাই আমাদের সম্বল।
একাত্তরে যে তরূণের দু'টি হাত জেগেছিলো-
প্রৌঢ়ত্বে সেই পক্ককেশ বৃদ্ধই আবার র্গজে উঠছে!
আরও একবার স্বাধীনতার ডাক দিচ্ছে;
তাগুতের হাত থেকে মুক্ত হোক এই বদ্বীপ,
মুক্ত হোক শাহজালাল, শাহ পরাণের এই পূণ্যভূমী।
শ্লোগাণে শ্লোগাণে আবারও মুখরিত হোক-
টেকনাফ থেকে তেতুলিয়ার প্রান্তর।
রক্ত দিয়ে কেনা এ জনপদ, রক্তেই আবার উজ্জীবিত হবে!
রক্তের ফেনাতেই ভেঁসে ভেঁসে আসবে মুক্তি।
আসবে বিজয়।
আসবে, এই পক্ককেশ বৃদ্ধদের হৃদয় নিংড়ানো ভালবাসা-
আর আমার বাবার কপালের ভাঁজে ভাঁজে-
তার পবিত্র চিবুকের শ্বেতশুভ্র পশমের
পরতে পরতে লুকিয়ে থাকা প্রাজ্ঞতার হাত ধরে।
বিজয় আসবেই।
আসতেই হবে।
বিজয় কেবল আর একটি রাতের দুরত্বে!
আঁধার এ রাতটুকু পোহালেই বিজয় আসবে।
আসতেই হবে।
বিজয় আসবেই।
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিজয় কেবল আর একটি রাতের দুরত্বে!
আঁধার এ রাতটুকু পোহালেই বিজয় আসবে।
আসতেই হবে।
বিজয় আসবেই।
কী সাহসী উচ্চারণ!!!
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716
এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716
এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716
এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
আড়ালে তার সূর্য হাঁসে।
হারা শশীর হারা হাঁসি,
অন্ধকারেই ফিরে আসে।
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/7469/porobashi/56716
এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না এবং আল্লাহও করবেন না ।
এই বুড়োড়াই দেশটাকে পশ্চিম পাকিস্তানের শোষকদের শোষনে রাখতে চেয়েছিল , কিন্তু অদম্য যুবারাই তা হতে দেয় নি ।
৭১ পরবর্তী ভাল মানুষ সেজে তারা এদেশেরই কিছু তরুনকে বিপথে নিয়ে গেছে শয়তান যেমন কাউকে প্রতারিত করতে চাইলে ভাল ভাল কথা বলে ।
নিজামীদের সাথে সাথে জামায়াতেরও রাজনীতি ইতির পথে ।
Who follow the path of Satan? world Renown islamic scholar or নাসটিক-মুরদাত ? Please read my post and know the real thing and get the idea about the plot of SATAN.
বেশ কয়েকটা মামলায় তারা কিন্তু খালাসও পেয়েছে ।
এখন তারা যদি একটা খুন করে বা করায় এবং মাফ না চায় তাহলে তো পরকালে এর ভিক্টিমরা তাদের ছাড়বে না ।
আর আপনার বিশ্বাস যদি সত্য হয় উনাদের ব্যাপরে যে উনারা একেবারেই নির্দোষ তাহলে আপনি বেঁচে গেলেন , না হলে .....
উনাদের ঐ সময়ের ইয়ার দোস্ত সৌদি , আমেরিকারাও কিন্তু বলছে ফাঁসি না দিতে । তার মানে নিজামীদের বিচার যে ঠিক আছে এবং তারা যে একিউজড এবং সেই সাথে দোষী প্রমানিত তা নিজামীদের ৭১ এর বিদেশী বন্ধুরাও মেনে নিয়েছে ।
৭১ এ জামায়াত মুক্তিকামীদের হত্যা করেনি বা করায় সাহায্য করেনি - এটা বিশ্বাস করা খুব টাফ যেখানে বন্ধুরাই বিচারটাকে মেনে নিয়েছে ।
জবাব দিতে পারলে তো দিবেন। আওয়ামীলিগ,বিএনপির মত আপনারাও এক বাতিল। তারা তো যাকাত,ফেতরা দিয়ে সংগঠন চালায় না আর আপনার যাকাত,ফেতরার টাকাও উঠান সংগঠন চালানোর জন্যে।
Click this link
এই ব্লগ টি পড়ার এবং জবাব দেবার অনুরোধ থাকল।
মন্তব্য করতে লগইন করুন