এখানে সবাই কবি।
লিখেছেন লিখেছেন হককথা ০৮ নভেম্বর, ২০১৪, ০৪:১৬:৫১ বিকাল
এ মাটি বড় উর্বর মাটি-
বর্ষণে, কর্ষণে, নিত্যই সোনা ফলে।
এ মাটি কবি আর কবিতার জন্যও উর্বর।
এখানে কবিদের মাথায় কাব্য ফলে;
নর্দমার ব্যঙ্গাচীর মত-
মৌচাকের মৌমাছির মত-
পদ্মার ইলিশের ঝাঁকের মত-
বন হরিনের পালের মত-
নদীর স্রোতের মত-
আকাশের তারার মত, বেশুমার॥
এখানে সবাই কবি।
বাবরী চূল ঝাঁকিয়ে-
সূরাসিক্ত গলা খেঁকিয়ে-
অদ্ভুতোচ্চারণে মুখ বেঁকিয়ে-
নিরানন্দ জীবনের ছন্দহীন সংলাপে;
এখানে সবাই কবি।
এখানে প্রেম না জানা যুবকও কবি;
পথহারা পথিকও কবি;
গঞ্জিকাসেবীও কবি,
পঞ্জিকাপাঠকও কবি।
সিন্দুক আগলে রাখে যে জন, সেও কবি-
বন্দুক বহে যে জন, সেও কবি!
এখানে সিংহাসনে বসেও কবিতা লেখা যায়।
এখানে বিশ্ববেহায়াও কেবলমাত্র মাটির গুণেই,
হ্যাঁ, উর্বর এ মাটির গুণেই কবি বনে যায়!
এ কেবল উর্বর মাটিরই গুণ॥
বিষয়: বিবিধ
১৩৩৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে এখানে কবির কোনো অভাব নেই, কারণ কড়ি'র বড়ই ছড়াছড়ি। কড়ি ছেটালে কবি এমনিতেই তৈরী হয়!!
আমার কবিতাগুলো পড়ার আমন্ত্রণ রইল।
নেই কোনো ফারাক
নজরুল অভূক্ত থেকে থেকে, পোড় খেয়ে খেয়ে কবি হয়েছিলেন, কিন্তু এ দেশে ক্ষমতার মসনদে বসে অথবা রাজাসনের ছায়ায় বসেই কেবল কবি হওয়া যায়!!
মন্তব্য করতে লগইন করুন